ভার্টিকাল লিফট রেল ব্রিজ উদ্বোধন করলেন মোদী (ছবিঃX)

নয়াদিল্লিঃ রাম নবমীতে(Ram Navami 2025) নয়া রেল সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)। তামিলনাড়ুর(Tamil Nadu) মণ্ডপম শহর(Cuty) থেকে রামেশ্বরম দ্বীপ পর্যন্ত বিস্তৃত এই সেতু ভারতের প্রথম ভার্টিকাল লিফট রেল ব্রিজ। এই সেতু প্রয়োজনে ভাঁজ হয়ে যেতে পারে। মূলত জাহাজ চলাচলের কথা মাথায় রেখেই এই সেতু তৈরি করা হয়েছে। প্রসঙ্গত, ১৯১৪ সালে এখানেই ভারতের প্রথম সি-রেল ব্রিজ। যা পুরনো পম্বন সেতু হিসেবে পরিচিত ছিল। ভারত থেকে শ্রীলঙ্কা পর্যন্ত আদান-প্রদানের জন্য এই সেতু ব্যবহার করা হত। তবে দীর্ঘদিন ধরে ব্যবহারের ফলে ঝুঁকে পড়েছিল সেতুটি। তাই নতুন করে এই সেতু তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়।

নয়া রেল ব্রিজ উদ্বোধন করলেন মোদী

আধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি করা হয় এই সেতু। ২০১৯ সালে শুরু হয় এই সেতু নির্মাণের কাজ। প্রায় ৭ বছর ধরে চলে এই সেতু নির্মাণের কাজ। স্টেইনলেস স্টিল, স্পেশাল পেইন্ট ব্যবহার করে এই সেতু নির্মাণ করা হয়েছে। এই সেতুতে রয়েছে দ্বৈত ট্র্যাকের সুবিধা। তবে আপাতত একটি ট্র্যাকে রেল চলবে এই সেতু দিয়ে।

রাম নবমীতে ভার্টিকাল লিফট রেল ব্রিজ উদ্বোধন করলেন মোদী, দেখুন ভিডিয়ো