Bairabi-Sairang Railway Line: মিজোরামে ঐতিহাসিক রেলপ্রকল্পের (Mizoram Railway) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এদিন সকালে রাজধানী আইজলে (Aizawl) পৌঁছে একাধিক উন্নয়ন ও জনমুখী প্রকল্পের উদ্বোধন ও শিলন্যাস করলেন প্রধানমন্ত্রী। মোট ৯ হাজার কোটি টাকারও বেশি মূল্যের এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল বৈরাবি-সাইরাং নতুন রেললাইন, যার খরচ ৮ হাজার ৭০ কোটি টাকা। মিজোরামের রাজধানী আইজলকে ভারতীয় রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে চলেছে। এর ফলে প্রথমবার মিজোরাম ভারতীয় রেল ব্যবস্থার অন্তর্ভুক্ত হচ্ছে। এই রেললাইন মিজোরামের রাজধানী আইজলকে ভারতীয় রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করবে। প্রথমবারের মতো আইজলকে দিল্লির সঙ্গে যুক্ত করতে চলেছে।
উত্তর-পূর্ব ভারতের চতুর্থ রাজ্য হিসাবে দেশের রেল মানচিত্রে ঢুকল মিজোরাম
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ, শনিবার উদ্বোধন করলেন ৫১.৩৮ কিমি দীর্ঘ বৈরাবি-সাইরাং রেললাইন। যার মাধ্যমে মিজোরামের রাজধানী আইজল যুক্ত হল ভারতের রেল নেটওয়ার্কে। নবনির্মিত সাইরাং রেলস্টেশন আইজলের একেবারে উপকণ্ঠে অবস্থিত। এর ফলে এখন থেকে দেশের যেকোনো প্রান্ত থেকে রেলপথে সরাসরি মিজোরামে পৌঁছানো সম্ভব হবে। এই উদ্বোধনের মাধ্যমে অসম, অরুণাচল প্রদেশ ও ত্রিপুরার পর উত্তর-পূর্ব ভারতের চতুর্থ রাজ্য হিসাবে মিজোরাম সরাসরি ভারতীয় রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হলো।
মিজোরামের বৈরাবি-সাইরাং রেললাইন দেখুন ভিডিও
Prime Minister @narendramodi will visit Mizoram and lay the foundation stone and inaugurate multiple development projects worth over Rs 9000 crore at Aizawl.
In line with his commitment to world-class infrastructure and last-mile connectivity, PM Modi will inaugurate the… pic.twitter.com/d9YyQ64kUF
— DD News (@DDNewslive) September 12, 2025
রেল ব্যবস্থা বদলে দেবে মিজোরামকে, দাবি প্রধানমন্ত্রী মোদীর
রেল প্রকল্পটি উত্তর-পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে চলেছে। এর ফলে মিজোরামে পণ্য ও মানুষের যাতায়াত সহজ হবে। প্রকল্পের মাধ্যমে আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে বলে আশা। প্রধানমন্ত্রী আরও বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন।