Narendra Modi, Rishi Sunak (Photo Credit: ANI)

দিল্লি, ২৮ অক্টোবর: ব্রিটেনের (UK) নয়া প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রীকে তাঁর সফরের জন্য শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী মোদী। সেই সঙ্গে এবার ভারতের সঙ্গে ব্রিটেনের যাতে 'ফ্রি ট্রেড এগ্রিমেন্ট' হয়ে, সে বিষয়েও সুনকের সঙ্গে কথা বলেন মোদী। ঋষি সুনকের (Rishi Sunak) সঙ্গে কথা বলার পর ট্য়ুইট করা হয় নরেন্দ্র মোদীর সোশ্যাল হ্যান্ডেলের  তরফে। ঋষি সুনককে তাঁর প্রধানমন্ত্রী পদের জন্য শুভেচ্ছা জানানো হয়েছে। ভারতের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক যাতে আরও ভাল হয়, সে বিষয়ে সমস্ত ধরনের পদক্ষেপ করা হবে বলে আশা প্রকাশ করেন মোদী।

 

প্রসঙ্গত লিজ ট্রাস ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে ৪৫ দিন থাকার পর সেখান থেকে ইস্তফা দেন। লিজ ট্রাস ব্রিটেনের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর নয়া পদে অলঙ্কৃত হন ঋষি সুনক। ভারতীয় বংশোদ্ভুদ সুনক ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে বসতেই গোটা দেশ জুড়ে খুশির হাওয়া ছড়িয়ে পড়ে।