নিউ ইয়র্কে মোদী (ছবিঃANI)

নয়াদিল্লিঃ তিনদিনের মার্কিন সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)। এ বার নিউ ইয়র্কে(New York) প্রযুক্তি সংস্থার কর্ণধারদের (Tech CEO) সঙ্গে দেখা করলেন নমো। এদিন তাঁদের সঙ্গে বৈঠকেও(Meeting) বসেন তিনি। এই বৈঠকের পর সামাজিক মাধ্যম এক্সে টুইটের মাধ্যমে তিনি জানান, "নিউ ইয়র্কে এপ্রযুক্তি সংস্থার কর্ণধারদের সঙ্গে গোলটেবিল বৈঠক ফলপ্রসূ হয়েছে। প্রযুক্তি, উদ্ভাবন সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। এই ক্ষেত্রে ভারতের অগ্রগতি নিয়েও কথা হয়েছে। ভারতের প্রতি তাঁদের আশা এবং ভরসা দেখে আমি আনন্দিত।" প্রসঙ্গত, তিনদিনের মার্কিন সফরের প্রথম দিন কোয়াড সম্মেলনে যোগ দেন মোদী। দেখা করেন আমেরিকা, অস্ট্রেলিয়া এবং জাপানের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে। এরপর দ্বিতীয় দিন লং আইল্যান্ডে অনাবাসী ভারতীয়দের জন্য আয়োজিত 'মোদী অ্যান্ড ইউএস' অনুষ্ঠানে অনুষ্ঠানে যোগ দেন।

নিউ ইয়র্কে প্রযুক্তি সংস্থার কর্ণধারদের সঙ্গে বৈঠকে মোদী