নয়াদিল্লি কোয়াড সামিটে(QUAD Summit 2024) উইলমিংটনে অস্ট্রেলিয়ার(Australia) প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের(PM Anthony Albanese) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)। দুই দেশের পারস্পরিক সুবিধার পাশাপাশি ইন্দো-প্যাসিফিক অঞ্চলের শান্তি, স্থিতিশীলত, সমৃদ্ধির বিষয়গুলি নিয়ে এই বৈঠকে আলোচনা হয় বলে জানা গিয়েছে। এই দ্বিপাক্ষিক বৈঠকের পর সামাজিক মাধ্যম এক্স-এ আলবানিজ লেখেন, "কোয়াড লিডারস সামিটে নরেন্দ্র মোদী এবং অন্যান্য রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কথা বলে ভাল লাগল। আমাদের একসঙ্গে এগিয়ে চলার পথ আরও শক্তিশালী হল।" এই বৈঠকের পর মোদী লেখেন, "প্রধানমন্ত্রী আলবানিজের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে। ব্যবসা, সুরক্ষা, সংস্কৃতির মতো নানা বিষয়ে আরও আলোচনা চাই আগামীতে। অস্ট্রেলিয়ার সঙ্গে এই বন্ধুত্ব স্থাপনে ভারত ভীষণ খুশি।" প্রসঙ্গত, এই কোয়াড হল আমারিকা, জাপান, অস্ট্রেলিয়া এবং ভারত এই চার দেশের মধ্যে একটি কূটনৈতিক অংশীদারিত্ব। এটি কোয়াডের ষষ্ঠ সংস্করণ। এ বছর কোয়াডের চতুর্থ বৈঠক আয়োজন করেছে আমেরিকা। নিজের শহর উইলমিংটনে কোয়াডের বৈঠক আয়োজন করেছেন বাইডেন। ওই বৈঠক ছাড়াও আমেরিকায় তিন দিনে একাধিক কর্মসূচি রয়েছে মোদীর।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
#WATCH | Wilmington, US: Prime Minister Narendra Modi holds a bilateral meeting with Australian PM Anthony Albanese on the sidelines of the QUAD Summit.
(Source: ANI/DD News) pic.twitter.com/vEHGI1u4gg
— ANI (@ANI) September 22, 2024
দ্বিপাক্ষিক বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইট
PM Narendra Modi tweeted, "Held extensive discussions with PM Albanese. We seek to add even more momentum in areas like trade, security, space and culture. India greatly cherishes the time-tested friendship with Australia." https://t.co/LMsVUsaCSZ pic.twitter.com/3VJcc0l221
— ANI (@ANI) September 22, 2024