নয়াদিল্লিঃ শনিবার আমেরিকার(America) ডেলাওয়ারে(Delaware) কোয়াড বৈঠকে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)। এ দিন আলাদা করে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন(US President Joe Biden), জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদা এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে বৈঠক করেন মোদী। এই বৈঠকেই মার্কিন প্রেসিডেন্টকে বিশেষ উপহার দেন নমো। ভারত(India)-মার্কিন সম্পর্কের প্রতীক হিসেবে বাইডেনকে একটি বিরল রূপালী ট্রেনের মডেল উপহার দেন তিনি। যাতে খোদাই করে দিল্লি এবং ডেলাওয়ারের নাম লেখা। ভারতীয় রেলের ঐতিহ্য এবং শিল্পকলাকে উদযাপন করেই এই বিশেষ উপহারটি তৈরি করেছেন মহারাষ্ট্রের শিল্পীরা। প্রসঙ্গত, ডেলাওয়ারের বৈঠক সেরে আজ, রবিবার সকালে নিউ ইয়র্কে পৌঁছেছেন নরেন্দ্র মোদী। নিউ ইয়র্ক তাঁকে অভিনব উপায়ে স্বাগত জানিয়েছে। জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নিউ ইয়র্কে স্বাগত জানানো হয় ভারতীয় প্রধানমন্ত্রীকে। নিউ ইয়র্কে একাধিক কর্মসূচী রয়েছে মোদীর। অন্যদিকে ডেলাওয়ারে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় বলে খবর। এমকিউ-৯বি প্রেডাটর ড্রোন চুক্তি এবং, কলকাতায় সেমি-কন্ডাক্টর প্ল্যান্ট তৈরি নিয়ে আলোচনা হয়।
বাইডেনকে বিশেষ উপহার মোদীর
PM Modi gifted President Biden a rare, antique silver hand-engraved train model, symbolizing India-US ties. Crafted by Maharashtra artisans.
It features intricate engraving, repoussé, and filigree, with inscriptions linking Delhi and Delaware, celebrating Indian railways'… pic.twitter.com/DaxWSKsXYK
— IANS (@ians_india) September 22, 2024