PM Narendra Modi and Dom Raja of Kashi Jagdish Chaudhary. (Photo Credit: PTI)

নয়াদিল্লি, ২৫ অগাস্ট: বারাণসীর (Varanasi) 'ডোম রাজা' (Dom Raja) জগদীশ চৌধুরির (Jagdish Chaudhary) অকাল প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। ৫৫ বছর বয়সী ডোম রাজা দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। মঙ্গলবার শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। টুইট করে শোকপ্রকাশ করেছেন নরেন্দ্র মোদি। Dalai Lama: দলাই লামার উপরে নজরদারি করতে গিয়ে ধৃত ২, কড়া নিরাপত্তার চাদরে ঢেকেছে তিব্বতী আধ্যাত্মিক গুরুর বাসভবন 

টুইটে নরেন্দ্র মোদি লিখেছেন, "বারাণসীর ডোম রাজা জগদীশ চৌধুরির প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। বারাণসীর কাশীতে ছিলেন তিনি। সনাতন সংস্কৃতি ধারা সমাজে বজায় রেখে চলতে তাঁর ভূমিকা অনবদ্য। সারা জীবনর সামাজিক সম্প্রীতির সপক্ষে লড়াই চালিয়ে গেছেন তিনি। তাঁর আত্মার শান্তি কামনা করি এবং এই কঠিন সত্য মেনে নেওয়ার ক্ষমতা যেন ভগবান তাঁর পরিবারকে দেয়।"

ডোম রাজার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। চৌধুরি বংশের প্রধান ছিলেন তিনি। বারাণসীর মণিকর্নিকা এবং হরিশচন্দ্র শ্মশান ঘাটের সমস্ত কাজ দেখভাল করতেন তিনি।