নতুন দিল্লি, ২৮ অগস্ট: শারীরিক অসুস্থতার কারণে জাপানের (Japan) প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন শিনজো অ্যাবে (Shinzo Abe)। তাঁর শারীরিক অবস্থা নিয়ে চিন্তাপ্রকাশ করে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি টুইট করে লেখেন,"আমার প্রিয় বন্ধু, আপনার অসুস্থতার কথা শুনলাম। বিগত কয়েক বছরে আপনার নেতৃত্ব এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি নিয়ে, ভারত-জাপানের সম্পর্ক আরও গভীর ও দৃঢ় হয়েছে। আমি আপনার দ্রুত আরোগ্যের জন্য কামনা করছি এবং প্রার্থনা করছি।
Pained to hear about your ill health, my dear friend @AbeShinzo. In recent years, with your wise leadership and personal commitment, the India-Japan partnership has become deeper and stronger than ever before. I wish and pray for your speedy recovery. pic.twitter.com/JjziLay2gD
— Narendra Modi (@narendramodi) August 28, 2020
জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে-র প্রতিবেদনে বলা হয়েছে, অসুস্থতা বেড়ে যাওয়ায় অ্যাবে পদত্যাগ করতে চাইছেন শিনজো অ্যাবে। কয়েক সপ্তাহ ধরেই শোনা যাচ্ছিল যে অসুস্থ রয়েছেন শিনজো অ্যাবে। কিন্তু সম্প্রতি তিনি কয়েকবার হাসপাতালে যান। বুধবারও অ্যাবে হাসপাতালে গেছিলেন বলে জানা গেছে। আরও পড়ুন, শোপিয়ানে সেনাবাহিনীর এনকাউন্টারে খতম ৪ জঙ্গি
সোমবার জাপানের প্রধানমন্ত্রী হিসেবে আট বছর দায়িত্ব পালনের মাইলফলক অতিক্রম করেছেন অ্যাবে। তিনি জাপানের সবচেয়ে দীর্ঘসময় ক্ষমতায় থাকা নেতা হয়েছেন। ২০০৭ সালেও অসুস্থতার জেরে শিনজো অ্যাবেকে পদত্যাগ করতে হয় মাত্র ১ বছরের মাথায়। এবারও সেই ধরনের ঘটনা ঘটল।