PM Modi (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ৯ ফেব্রুয়ারি: শিল্পপতি গৌতম আদানিকে (Gautam Adani)  নিয়ে তদন্ত করতে হবে কেন্দ্রের।  হিডেনবার্গের রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকে যেভাবে শিল্পপতি গৌতম আদানির নাম করে বিরোধীরা একজোট হচ্ছেন, তার প্রেক্ষিতে বৃহস্পতিবার সংসদে মুখ খোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। প্রধানমন্ত্রী বলেন, 'যত কাঁদা ছুঁড়বে, তত পদ্ম ফুটবে।'  অর্থাৎ আদানি ইস্যুতে বিরোধীরা যখন এককাট্টা, সেই সময় তাঁদের পালটা কটাক্ষ করেন প্রধানমন্ত্রী।  শুধু তাই নয়, হিন্দি কবিতার সারাংশ তুলে ধরে প্রধানমন্ত্রী আরও বলেন, 'কিচড় উসকে পাস হ্যায়, মেরে পাস গুলাল। যো ভি জিসকে পাস থা উসনে দিয়া উছল।'

বৃহস্পতিবার সংসদে প্রধানমন্ত্রী যখন বক্তব্য শুরু করেন, তখন বিরোধীরা একযোগে চিৎকার শুরু করেন। এমনকী সংসদের মাঝ বরাবর জায়গায় গিয়ে গৌতম আদানির বিরুদ্ধে জয়েন্ট পার্লামেন্টরি কমিটির তদন্ত করতে হবে বলে দাবি করেন বিরোধীরা।

আরও পড়ুন: PM Modi Wears Special Jacket: পরিবেশবান্ধব জ্যাকেটে মোদী, ব্র্যান্ডেড স্কার্ফে খাড়গে, তুলনা টেনে মাঠে বিজেপি

তবে বিরোধীদের চিৎকার, চেঁচামেচির মধ্যেই নিজের বক্তব্য শেষ করেন প্রধানমন্ত্রী। গৌতম আদানির বিষয়ে তদন্ত করতে হবে, বিরোধীদের দাবিতে কান না দিয়ে মোদী সরকার কী কাজ করছে এবং পূর্বের ক ংগ্রেস সরকার কী করেছে, সেই পরিসংখ্যান তুলে ধরতে সুরু করেন।