শনিবার কেরলের ওয়েনাড় (Wayanad) পরিদর্শনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্থ এলাকাগুলি আকাশপথে দেখলেন তিনি। সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ()। পরিদর্শনের রাজ্যের মন্ত্রী ও উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকও হয় প্রধানমন্ত্রীর। ওয়েনাড় প্রসঙ্গে তিনি বলেন, "ঘটনার দিন সকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার আলোচনা হয়ছিল। আমি তাঁকে আশ্বস্ত করেছিলাম যে কেন্দ্র সরকার রাজ্যকে সমস্ত রকমের সাহায্য করবে। এনডিআরএফ, এসডিআরএফ, ভারতীয় সেনা, পুুলিশ ও চিকিৎসকেরা ক্ষতিগ্রস্থদের প্রাণে বাঁচাতে সাহায্য করেছিল। মৃতদের পরিবারদের জানাতে চাই যে তাঁরা একা নয়। আমরা সকলেই তাঁদের পাশে আছি। ক্ষতিগ্রস্থ এলাকাগুলিকে স্বাভাবিক করার জন্য কেন্দ্র সরকার কেরল সরকারের পাশে আছে, টাকার জন্য কোনও কাজ আটকে থাকবে না"।
#WATCH | Kerala | Wayanad landslide: Prime Minister Narendra Modi says "I had a conversation with CM Pinarayi Vijayan the morning when the incident took place and assured him that we will provide assistance and try to reach the spot as soon as possible. NDRF, SDRF, Army, Police,… pic.twitter.com/CaLZnnDbhO
— ANI (@ANI) August 10, 2024
গত ২৯ জুলাই গভীর রাতে ওয়েনাড়ে ভূমিধস হয়েছিল। এই ঘটনার ভয়াবহতা এতটাই ছিল যে কার্যত একটি গোটা এলাকা ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছিল। দুর্ঘটনায় মৃতের সংখ্যা পেরিয়েছে ৩০০-এর বেশি। আহত অনেকে। এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন আহতরা। ঘটনাটি একসপ্তাহ পেরিয়ে গেলেও বিধ্বস্ত এলাকাগুলি এখনও স্বাভাবিক হয়নি। ওয়েনাড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কমপক্ষে ১২০০ কোটি টাকা। আর তাই পুনর্বাসন ও উন্নয়ণ করতে কেন্দ্রের কাছে ২ হাজার কোটি টাকার আর্জি করেছিল রাজ্য সরকার। এই নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এদিন আলোচনাও হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর।