COVID-19 Vaccination: দ্বিতীয় পর্যায়ে করোনা ভ্যাকসিন নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রীরা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Photo Credits: PIB)

নতুন দিল্লি, ২১ জানুয়ারি: দ্বিতীয় পর্যায়ের টিকাকরণ কর্মসূচিতে করোনাভাইরাস ভ্যাকসিন (Covid-19 vaccine) নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। সূত্রের খবর এমনটাই। দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী ছাড়াও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও ভ্যাকসিন নেবেন বলে জানা যাচ্ছে। আগামী মার্চ বা এপ্রিল মাসে দ্বিতীয় পর্যায়ের টিকাকরণ হতে পারে বলে হিন্দুস্তান টাইমস জানিয়েছে। ভারতে বর্তমানে প্রায় ৩ কোটি স্বাস্থ্যসেবা এবং ফ্রন্টলাইন কর্মীদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্যানুযায়ী, ২০ জানুয়ারি সন্ধে ৬টা অবধি মোট ৭ লাখ ৮৬ হাজার ৮৪২ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপে পঞ্চাশের বেশি বয়স্ক ও যাদের কোমর্বিডিটি রয়েছে তাদের ভ্যাকসিন শট নেওয়ার পালা।

১৬ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতে করোনভাইরাস টিকাকরণের সূচনা করেছেন। সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রের স্বাস্থ্যকর্মীদের প্রথমে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তাদের পাশাপাশি সাফাই কর্মচারী, অন্যান্য ফ্রন্ট লাইন কর্মী, পুলিশ ও আধাসামরিক বাহিনী, হোম গার্ড, বিপর্যয় মোকাবিলা কর্মী, সিভিল ডিফেন্সের অন্যান্য জওয়ানরা প্রথম পর্যায়ে ভ্যাকসিন নেবেন। আরও পড়ুন: Mughal Era Water Tank Found in Fatehpur Sikri: উত্তরপ্রদেশের ফতেপুর সিক্রিতে পাওয়া গেল মুঘল আমলের জলের ট্যাঙ্ক

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ২২৩। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৫১ জনের। এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লাখ ৫২ হাজার ৮৬৯ জনের। মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬ লাখ ১০ হাজার ৮৮৩। সুস্থ হয়েছেন ১ কোটি ২ লাখ ৬৫ হাজার ৭০৬ জন।