১০০ টি বিরল এবং প্রাচীন শিল্প কর্ম ফিরিয়ে দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রবিবার মন কি বাত অনুষ্ঠানে তিনি জানান, "কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়াতে একটি বিযয় নিয়ে আলোচনা হচ্ছিল যে আমেরিকা ১০০ টি বিরল এবং পুরনো শিল্পকর্ম ভারতকে ফিরিয়ে দিয়েছে।
এই শিল্পকর্মগুলি ২৫০ থেকে ২৫০০ বছরের পুরনো এই সমস্ত বিরল এবং প্রাচীন শিল্পকর্মগুলি দেশের বিভিন্ন প্রান্তের। এর পাশাপাশি তিনি জানান ২০১৬ এবং ২০২১ মার্কিন সফরের সময় এরকম ধরনের বেশ কিছু বিরল শিল্পকর্ম ফেরত দিয়েছিল আমেরিকা। " পাচার হওয়া ১০৫ টি শিল্পকর্ম যা ফিরে পাওয়া গেছে তাতে ভারতবাসীরা খুশি হবেন বলে জানিয়েছেন তিনি।
এর আগে নিউইয়র্কে (NewYork) ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে ১০৫ টি শিল্পকর্ম ফেরত পাওয়ার কারণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমেরিকায় ভারতীয় দূত তারানজিত সিং সান্ধু, ধন্যাবাদ জ্ঞাপন করেন আমেরিকাকে এবং নির্দিষ্ট করে বলতে গেলে ম্যানহ্যাটন ডিসট্রিক্টের অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগ এবং তার অ্যান্টি ট্রাফিকিং ইউনিটকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। যাদের সহযোগীতায় প্রাচীন এই শিল্পকর্মগুলি ফিরে পেয়েছে ভারত।
PM Modi thanks US govt for returning over 100 rare, ancient Indian artefacts
Read @ANI Story | https://t.co/DQyvdDLLyY#PMModi #US #Artefacts pic.twitter.com/x854ldpcFz
— ANI Digital (@ani_digital) July 30, 2023