নতুন দিল্লি, ১৬ অগাস্ট: আজ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর (Atal Bihari Vajpayee) দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। তাঁকে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ram Nath Kovind), প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অন্যরা। এই শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রীর পালিতা কন্যা নমিতা কাউল ভট্টাচার্য এবং নাতনি নীহারিকা। ২০১৮ সালের ১৬ অগাস্ট দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হন অটল বিহারী বাজপেয়ী।
শুক্রবার সকালে রাষ্ট্রপতি, উপ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী সহ প্রথম সারির বিজেপি নেতৃত্ব অটল বিহারী বাজপেয়ীর স্মৃতিসৌধে গিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন। তার আগে সকালে প্রধানমন্ত্রী টুইটে লেখেন, "তাঁর পুণ্য তিথিতে প্রিয় অটলজির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। দেশের অগ্রগতির প্রতি তাঁর অসামান্য সেবা এবং প্রচেষ্টা সর্বদা স্মরণ করবে ভারত।" আরও পড়ুন: Bihar: মনমোহন সিংয়ের নামে ভুয়ো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে চলছিল অনুদান তোলা, বিহারে ধৃত যুবক
#WATCH Delhi: President Ram Nath Kovind, Vice President M Venkaiah Naidu & Prime Minister Narendra Modi pay tribute to former PM #AtalBihariVajpayee, on his death anniversary today at 'Sadaiv Atal' - the memorial of Atal Bihari Vajpayee. pic.twitter.com/pIaYOZFIMZ
— ANI (@ANI) August 16, 2020
১৯৯৮ থেকে ২০০৪ পর্যন্ত বিজেপি পরিচালিত এন ডি এ সরকারের প্রধান হিসেবে দায়িত্বভার সামলান অটল বিহারী বাজপেয়ী। এর আগে ১৯৯৬ সালে তিনি স্বল্প সময়ের জন্য প্রধানমন্ত্রী পদ সামলেছিলেন। ২০১৪ সালে তাঁকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়।