Photo Credits: ANI

নয়াদিল্লি: গাজায় পণবন্দি (Hostages) করে রাখা ৫০ জনকে মুক্তি (release) দিয়েছে হামাস জঙ্গিরা। এই খবর পাওয়ার পরেই এই বিষয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। বুধবার জি ২০ ভারচুয়াল সামিটে (G20 Virtual Summit) বক্তব্য রাখার সময় এপ্রসঙ্গে তিনি বলেন, "পণবন্দিদের মুক্তি দেওয়ার ঘটনাটিকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা আশাকরি সমস্ত পণবন্দিদের খুব তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হবে।"

বিশ্বের বর্তমান পরিস্থিতি সম্পর্কে নরেন্দ্র মোদি আরও বলেন, আজকের বিশ্ব (world) পুরো চ্যালেঞ্জে (challenges) ভর্তি। পারস্পরিক বিশ্বাসই (mutual trust) হল সেই বিষয় যা আমাদের বন্ধনে ঐক্যবদ্ধ করেছে এবং আমাদের একে অপরের সঙ্গে সংযুক্ত করেছে। আরও পড়ুন: J&K Terrorist Attack: জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহীদ ২ সেনা জওয়ান

দেখুন ভিডিয়ো: