PM Modi (Photo Credit: Facebook)

১৫ তম ব্রিকস সম্মেলনে অর্থনৈতিক সংস্কারের প্রতি সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী দিনে ভারত বিশ্বের উন্নতির ক্ষেত্রে অনেক বড় ভূমিকা নেবে বলে জানান তিনি। এছাড়া ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নততর দেশে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের মানুষ।

তিনি জানান,"ব্রিকসের বিজনেস কাউন্সিলকে অসংখ্য ধন্যবাদ দশম জন্মদিবসে।বিগত ১০ বছরে, অর্থনৈতিক সহযোগীতা বাড়াতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে ব্রিকস। ২০০৯ সালে যখন প্রথম ব্রিকস সম্মেলন হয়েছিল বিশ্ব একটি ব্যপক অর্থনৈতিক মন্দায় নিমজ্জিত ছিল। সেই সময় ব্রিকস সারা বিশ্বের কাছে একটি আশার আলো হিসেবে উঠে এসেছিল।"

"বর্তমান সময়ে কোভিডের মহামারির মধ্যে যখন পরিস্থিতি উদ্বিগ্ন ছিল  এবং  সারা বিশ্ব ।খন অর্থনৈতিক সংকটে ভুগছিল তখন আবারও একবার ব্রিকস ভুক্ত দেশগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল" ।

ব্রিকসের সভায় বক্তৃতার সময় তিনি জানান যে, ভারত খুব শীঘ্রই ৫ ট্রিলিয়ন ডলার ইকোনমিতে পৌছে যাবে এবং সারা বিশ্বের উন্নতির ক্ষেত্রে সহায়ক হবে।

তিনি আরও জানান যে, "সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা দেখা দিলেও ভারত বর্তমানে সবথেকে তাড়াতাড়ি বৃদ্ধি পাওয়া অর্থনীতির মধ্যে অন্যতম।খুব শীঘ্রই ভারত ৫ ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে যুক্ত হবে।এটাতে কোন সন্দেহ নেই যে আগামী কয়েক বছরের মধ্যে ভারতবর্ষ সারা বিশ্বে অর্থনৈতিক উন্নতির সহায়ক হবে, কেননা ভারত কঠিন পরিস্থিতি এবং সমস্যাগুলিকে অর্থনৈতিক উন্নতিতে পরিবর্তিত করে ফেলেছে।ভারতের মানুষ ২০৪৭ সালের মধ্যে উন্নততর দেশ হিসেবে নিজেদের তৈরি করা সংকল্প নিয়েছে।   "