রায়গড়: বৃহস্পতিবার ছত্তিশগড়ের (Chhattisgarh) রায়গড়ে (Raigarh) গিয়ে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের (development projects) সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। জনসভায় যোগ দেওয়ার আগে একটি রোড শোও (roadshow) করেন তিনি। রাজ্যে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত করার জন্য মোদির সামনেই আজ কেন্দ্রের প্রশংসা করতে শোনা যায় ছত্তিশগড়ের কংগ্রেস সরকারের উপমুখ্যমন্ত্রী টিএস সিং দেও (Chhattisgarh Dy CM TS Singh Deo)-কে।
দেখুন ভিডিয়ো:
#WATCH | Chhattisgarh: Prime Minister Narendra Modi holds a roadshow in Raigarh. pic.twitter.com/59LpTORY1P
— ANI (@ANI) September 14, 2023
তিনি বলেন, "ছত্তিশগড়ে আমরা ১০ জন মানুষের মধ্যে একজনের সিকল সেল দেখতে পেয়েছি। এই ধরনের মানুষদের জন্য অনেক কাজ করেছে কেন্দ্র। আমার অভিজ্ঞতায় আমি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনও পক্ষপাতিত্বমূলক আচরণ (biasness) দেখিনি। আমরা রাজ্য সরকারের তরফে যখনই কেন্দ্রের কাছে কোনও কিছু চেয়েছি তারা কোনওদিন তা দিতে অস্বীকার (refused) করেনি।"
দেখুন ভিডিয়ো:
#WATCH | Raigarh:..."In Chhattisgarh, we have seen that 1 out of 10 people have sickle cell and the kind of work that is being done by Centre for these people... In my experience, I have never seen any biasness (from Central govt). If we (state govt) have worked in the state and… pic.twitter.com/Wojc3ZnDzF
— ANI (@ANI) September 14, 2023
পরে এই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "কিছুদিন আগে জি ২০ সম্মেলন (G20 summit) উপলক্ষে প্রচুর নেতা ভারতে (India) এসেছিলেন। তাঁরা ভারতের উন্নতি দেখে মুগ্ধ (impressed)। প্রতিটি রাজ্য ও তাদের প্রতিটি অঞ্চলগুলিতে উন্নয়নের ক্ষেত্রে সমান গুরুত্ব (equal importance) দেওয়া হচ্ছে। আর দেশের উন্নয়নের ক্ষেত্রে ছত্তিশগড় হল শক্তিকেন্দ্রের (power-house) মতো। গত ৯ বছরে আমরা আমরা ছত্তিশগড়ের বহুমুখী উন্নয়নের (multidimensional development) জন্য কাজ করেছি। আর আজকে এই রাজ্যে রেলের উন্নয়নের ক্ষেত্রে একটি নতুন অধ্যায় লেখা হল।" আরও পড়ুন: Tamil Nadu: বিআর আম্বেদকর ও দলিতদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের জের, ধৃত প্রাক্তন VHP নেতা
দেখুন ভিডিয়ো:
#WATCH | PM Modi on launch of several development projects in Chhattisgarh's Raigarh
"A few days ago, many leaders who visited India for the G20 summit, were left impressed by development in India. Every state and region in the state is getting equal importance in… pic.twitter.com/eRZRMD0pRu
— ANI (@ANI) September 14, 2023