PM Narendra Modi: কুশীনগর আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Kushinagar International Airport (Photo Credits: ANI)

কুশীনগর (উত্তরপ্রদেশ), ২০ অক্টোবর: উত্তরপ্রদেশের বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র স্থান কুশীনগরে আন্তর্জাতিক বিমানবন্দরের (Kushinagar International Airport) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। লখনউ, বারাণসীর পর উত্তরপ্রদেশ পেল আরও একটি আন্তর্জাতিক বিমানবন্দর। লখনউ থেকে ৩২৫ কিলোমিটার দূরে থাকা কুশীনগরে আন্তর্জাতিক বিমানবন্দর তৈরির নেপথ্যে কারণ দেশের পর্যটনকে তুলে ধরা। কুশীনগরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বৌদ্ধধর্মাবলম্বী মানুষরা আসেন বছরের বিভিন্ন সময়ে। তাঁদের সুবিধার জন্য সরাসরি সেখানে আন্তর্জাতিক বিমানবন্দর করে দেওয়া হল।

কুশীনগরে আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহনমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, বৌদ্ধধর্মাবলম্বীদের দেশ শ্রীলঙ্কার ক্যাবিনেট মন্ত্রী নমল রাজাপেক্ষে সহ ১৩০ জনের প্রতিনিধি দল। পাশাপাশি এই বিমানবন্দর থেকেই উদ্বোধনী বিমানে ১২৫ জন বৌদ্ধ সন্ন্যাসী সরাসরি শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে উড়ে গেলেন। আরও পড়ুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সিংহলি ভাষার ভগবত গীতা উপহার দিলেন শ্রীলঙ্কান মন্ত্রী নমল রাজাপাক্ষে

দেখুন টুইট

কুশীনগরে আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের পর নরেন্দ্র মোদী ঘোষণা করেন, "‌দেশের উড়ান ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি একাধিক রাজ্যের মধ্যে নতুন রুটে বিমান চলাচল শুরু করা হয়েছে। আগামী তিন–চার বছরের মধ্যেই ২০০টিরও বেশি বিমানবন্দর তৈরি করা হবে। ইতিমধ্যেই এর কাজ শুরু হয়েছে।’‌

উত্তরপ্রদেশে একাধিক বিমানবন্দর তৈরির প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, "‌কুশীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে পর্যটনে সর্বাধিক লাভ হবে। তবে শুধুমাত্র আকাশপথে যোগাযোগ ব্যবস্থাই তৈরি করবে না, কৃষক, পশুপালক, দোকানদার থেকে শ্রমিক বা ছোট ব্যবসায়ী, সকলেই এই বিমানবন্দর থেকে উপকৃত হবেন। নতুন ব্যবসা–বাণিজ্যের একটি আদর্শ বাস্তুতন্ত্র গড়ে উঠবে এই বিমানবন্দর ঘিরে। এখানকার যুব সম্প্রদায়ের জন্য নতুন কাজের সংস্থান হবে কুশীনগর বিমানবন্দরেই।"‌