বিশ্বে জনপ্রিয়তার নিরিখে শীর্ষে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৭৬ শতাংশ রেটিংয়ের মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন তিনি। মর্নিং কনসাল্ট নামের একটি সংস্থার করা সমীক্ষায় উঠে এসেছে এমনই তথ্য।
মার্কিন যুক্তরাষ্ট্রের এই সংস্থার গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল রেটিং ট্র্যাকারের নিরিখে দেশের ৭৬ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বকে সম্মতি যেখানে ১৮ শতাংশ মানুষ এই সিদ্দেধান্নত মানেন না। এবং ৬ শতাংশ মানুষ কোন মতামত দেননি।
ঠিক এর পরেই রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট অ্যান্ড্রেজ ম্যানুয়েল লোপেজ (৬৬ শতাংশ)। এবং সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেন বারসেট।
মার্কিন প্রেসিডেন্ট ডো বাইডেন পেয়েছেন ৩৭ শতাংশ রেটিং।কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো রয়েছেন ৩১ শতাংশে। ঋষি শুনক রয়েছেন ২৫ শতাংশে।এমানুয়েল ম্যাক্রন রয়েছেন ২৪ শতাংশে।
PM Narendra Modi Remains Global Leader With Highest Approval Ratings: Morning Consult Survey@narendramodi @PMOIndia#NarendraModi #MorningConsult #GlobalLeader https://t.co/1GDpbVlGGK
— LatestLY (@latestly) December 8, 2023