Shrey Hospital Fire In Ahmedabad: আমেদাবাদের কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত ৮ আক্রান্ত, টুইটে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

বৃহস্পতিবার সাতসকালে কোভিড হাসপাতালে (COVID-19 Shrey Hospital) ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে মৃত্যু হল আট জন করোনা আক্রান্তের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গুজরাটের আমেদাবাদের শ্রেয়ি হাসপাতালে। সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, হাসপাতালটি আমেদাবাদের নবরংপুরা এলাকায় অবস্থিত। প্রথমে হাসপাতালের পাঁচতলায় আগুন লাগে। সঙ্গে সঙ্গেই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে দমকলে খবর যায়। আগুন এখনও জ্বলতে থাকায় রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করেছে শ্রেয়ি হাসপাতাল কর্তৃপক্ষ।

Close
Search

Shrey Hospital Fire In Ahmedabad: আমেদাবাদের কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত ৮ আক্রান্ত, টুইটে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

বৃহস্পতিবার সাতসকালে কোভিড হাসপাতালে (COVID-19 Shrey Hospital) ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে মৃত্যু হল আট জন করোনা আক্রান্তের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গুজরাটের আমেদাবাদের শ্রেয়ি হাসপাতালে। সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, হাসপাতালটি আমেদাবাদের নবরংপুরা এলাকায় অবস্থিত। প্রথমে হাসপাতালের পাঁচতলায় আগুন লাগে। সঙ্গে সঙ্গেই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে দমকলে খবর যায়। আগুন এখনও জ্বলতে থাকায় রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করেছে শ্রেয়ি হাসপাতাল কর্তৃপক্ষ।

দেশ Shammi Huda|
Shrey Hospital Fire In Ahmedabad: আমেদাবাদের কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত ৮ আক্রান্ত,  টুইটে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী ও কোভি হাসপাতালে আগুন (Photo Credit: PTI/Twitter)

আমেদাবাদ, ৬ আগস্ট: বৃহস্পতিবার সাতসকালে কোভিড হাসপাতালে (COVID-19 Shrey Hospital) ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে মৃত্যু হল আট জন করোনা আক্রান্তের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গুজরাটের আমেদাবাদের শ্রেয়ি হাসপাতালে। সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, হাসপাতালটি আমেদাবাদের নবরংপুরা এলাকায় অবস্থিত। প্রথমে হাসপাতালের পাঁচতলায় আগুন লাগে। সঙ্গে সঙ্গেই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে দমকলে খবর যায়। আগুন এখনও জ্বলতে থাকায় রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করেছে শ্রেয়ি হাসপাতাল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই অগ্নিকাণ্ডের ঘটনায় টুইট করে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে অগ্নিকাণ্ডে মৃত রোগীদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা।

প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

প্রধানমন্ত্রীর বিপর্যয় মোকাবিলা বাহিনীর তহবিল থেকেই এই আর্থিক সাহায্য পৌঁছাবে। কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী টুইটে লেখেন, “আমেদাবাদের হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখিত। মৃতের পরিবারদের সমবেদনা জানাই। আহতরা দ্রুত সেরে উঠুন। পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী বিজয় রুপাণি ও মেয়রের সঙ্গে কথা বলেছি। প্রশাসন ক্ষতিগ্রস্তদের সবরকম সাহায্যের ব্যবস্থা করছে।” বৃহস্পতিবার ভোর তিনটে নাগাদ আগুন লাগে কোভিড হাসপাতালটি পাঁচ তলায়। সেখানেই রয়েছে হাসপাতালের আইসিইউ-তেই প্রথম আগুন লাগে। খবর পেয়েই রোগীদের স্থানান্তরের কাজ শুরু করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। যুদ্ধকালীন তৎপরতায় ঘটনাস্থলে পৌঁছায় দমকল। এখন আগুননেভানোর কাজ চলছে পুরোদমে। তবে কি থেকে আগুন লাগল তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বিজয় রুপাণি। এবং এই তদন্তের নেতৃত্বে থাকবেন গুজরাটের স্বরাষ্ট্র দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব সঙ্গিতা সিং। তিনদিনের মধ্যে তদন্তের রিপোর্ট চেয়েছেন মুখ্যমন্ত্রী। আরও পড়ুন-Manoj Sinha: জম্মু ও কাশ্মীরের নতুন রাজ্যপাল হচ্ছেন প্রাক্তন বিজেপি সাংসদ মনোজ সিনহা

 

পিটিআই-এর রিপোর্ট

শ্রেয়ী হাসপাতালের অগ্নিকাণ্ডের ঘটনার নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন রাজ্যের মুখ্য স্বাস্থ্য সচিব জয়ন্তী রবি। অগ্নিকাণ্ডের নেপথ্য ঘটনা জানতে তদন্ত শুরু করেছে আমেদাবাদ পুলিশ। আমেদাবাদ পুলিশের যুগ্ম কমিশনার রাজেন্দ্র আসারি বলেছেন, ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে।

শহর পেট্রল ডিজেল
View all
Currency Price Change

সম্পাদকের পছন্দ

ট্রেন্ডিং টপিক

West BengalNarendra ModiMamata BanerjeeAsia Cup 2023BJPVirat KohliCOVID19 VaccineSalman Khan