Modi, Putin In SCO Summit (Photo Credit: FB)

PM Modi Congratulates Putin: হ্যাপি বার্থ ডে টু ইউ...। ফোনে বন্ধু ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)-কে জন্মদিনের অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। 'মাই ফ্রেন্ড পুতিন'কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফোন করলেন প্রধানমন্ত্রী মোদী। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ৭৩তম জন্মদিন উপলক্ষে টেলিফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত মাসেই মোদীর ৭৫তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলেন পুতিন। ইন্দো-রাশিয়া কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি দিলেন মোদী ও পুতিন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অসম্ভব চাপের পরেও মোদী-পুতিনের বন্ধুত্বকে ভাঙা যায়নি।

পুতিনের সুস্বাস্থ্য কামনা মোদীর

এদিন, ফোনে প্রধানমন্ত্রী মোদী প্রেসিডেন্ট পুতিনকে তার বিশেষ দিনে আন্তরিক অভিনন্দন জানান। ভারতের প্রধানমন্ত্রী রুশ প্রেসিডেন্টের সুস্বাস্থ্য ও ভবিষ্যতের সফলতা কামনা করেন। এরপর দুই দেশের রাষ্ট্রপ্রধান দু’দেশের পারস্পরিক সম্পর্কের অগ্রগতি নিয়ে আলোচনা করেন।

দেখুন খবরটি

ভারত-রাশিয়া সুসম্পর্ক আরও সুদৃঢ় করার সঙ্কল্প

আমেরিকার চাপ অস্বীকার করে রাশিয়া থেকে তেল কিনছে ভারত। মোদী এদিন পুতিনকে ভারতে হতে চলা ২৩তম বার্ষিক ভারত-রাশিয়া শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানান। ২০২৪ সালে ভারত ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ৬৫.৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। যেগুলির মধ্যে প্রধানত জ্বালানি ও সার রফতানির কারণে। রাশিয়া ভারতের জন্য গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সরবরাহকারী, যা সামরিক সম্পর্ককে শক্তিশালী করছে। ভারত রাশিয়ার তেল ও গ্যাস আমদানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে।