নয়াদিল্লিঃ লোকসভায়(Parliament) নাটকীয় মোড়! শীতকালীন অধিবেশনের(Winter Session) শেষদিনে উত্তাল সংসদ। বিজেপি সাংসদ প্রতাপ চন্দ্র ষড়ঙ্গীকে(Pratap Chandra Sarangi) ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে কংগ্রেসের বিরুদ্ধে। পাল্টা অভিযোগ এনেছে কংগ্রেস। এ বার আহত বিজেপি সাংসদ প্রতাপ চন্দ্র এবং মুকেশ রাজপুতকে ফোন করে খবর নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রসঙ্গত, এ দিন বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে অমিত শাহের মন্তব্য ঘিরে প্রতিবাদের ঝড় ওঠে। কার্যত একজোট হয়ে প্রতিবাদ জানান বিরোধীরা।লোকসভার বাইরে প্রতিবাদে সামিল হন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ অন্যান্য কংগ্রেস সাংসদরা। মিছিলে পা মেলান সাংসদেরা। পাল্টা মিছিল করেন বিজেপি সাংসদরাও । একটা সময় দু'পক্ষের মিছিল মুখোমুখি হয়ে যায়। তা নিয়ে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে বচসা শুরু হয়। আর এরই মধ্যে পড়ে যান বিজেপি সাংসদ প্রতাপ চন্দ্র। চোট পান মাথায়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এই ঘটনায় রাহুল গান্ধীর দিকে অভিযোগের তীর। রাহুল গান্ধী তাঁকে ঠেলে ফেলে দিয়েছেন বলে অভিযোগ আনেন প্রতাপ। পাল্টা জবাব দিতে ছাড়েননি কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও। তিনি বলেন, "সংসদে ঢোকার চেষ্টা করছিলাম আমি। কিন্তু বিজেপি সাংসদ লাগাতার আমাকে আটকানোর চেষ্টা করছিলেন । এমনকি হুমকি পর্যন্ত দেওয়া হয় আমায়। এরপরই ধাক্কাধাক্কি শুরু হয়। বোঝা যাচ্ছে এই প্রতিবাদে ভয় পাচ্ছে বিজেপি।"
সাংসদে উত্তেজনা, আহত বিজেপি সাংসদদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
PM Modi called Pratap Sarangi, Mukesh Rajput and inquired about their health after they sustained injuries in Parliament
— Press Trust of India (@PTI_News) December 19, 2024