নতুন দিল্লি, ১৭ মে: ২০ লাখ কোটির আত্মনির্ভর ভারত প্যাকেজের (Aatmanirbhar Bharat Economic Package) চতুর্থ দফার বিস্তারিত ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (FM Nirmala Sitharaman)৷ এর আগে কৃষি থেকে পরিকাঠামো উন্নয়ন, অস্ত্র উৎপাদন থেকে মহাকাশ বিজ্ঞান - সব ক্ষেত্রেই বিশেষ আর্থিক প্যাকেজ ও সুবিধার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। আজ ঘোষণা করলেন শিক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের বিষয়ে। আজ সাংবাদিক বৈঠকে ৭টি বিষয়ে ঘোষণা করন অর্থমন্ত্রী। যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য স্বাস্থ্য ব্যবস্থা।
ভবিষ্যতে মহামারী ও সংক্রামক রোগের সঙ্গে মোকাবিলায় পদক্ষেপ নেওয়া হল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। অর্থমন্ত্রী নিমর্লা সীতারমন জানান, দেশের প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি ছোটো-বড় শহরে স্বাস্থ্য ক্ষেত্রে মান উন্নয়নের দিকে আরও বেশি নজর কেন্দ্র ৷ দেশের সব জেলায় একটি করে সংক্রামক রোগ চিকিৎসার হাসপাতাল নির্মাণ করা হবে। যাতে ভবিষ্যতেও কোনও সংক্রামক রোগের সঙ্গে কঠোর লড়াইয়ে তৈরি থাকে দেশ। এছাড়াও প্রতিটি ব্লকে একটি সরকারি প্যাথলজিক্যাল ল্যাবরেটরি তৈরি হবে যাতে করে মহামারীর মোকাবিলা করা সহজ হয়। আরও পড়ুন: Nirmala Sitharaman: বাড়ি ফিরে পরিযায়ী শ্রমিকদের কাজে অসুবিধা না হওয়ার আশ্বাস; ১০০ দিনের কাজে আরও ৪০ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রকের
শিক্ষাক্ষেত্রেও বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। স্কুলশিক্ষায় ‘ওয়ান নেশন ওয়ান চ্যানেল’ প্রকল্প চালু হবে। প্রযুক্তির মাধ্যমে শিক্ষা ব্যবস্থা কী ভাবে বাড়ানো যায়, তার উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পের মধ্যেই ওয়ান চ্যানেল ওয়ান ক্লাস, অর্থাৎ প্রতিটি ক্লাসের জন্য আলাদা চ্যানেল থাকবে। ৩টি চালু হয়েছে। আরও ১১টি প্ল্যাটফর্ম চালু করা হবে। এ ছাড়া বিশেষ ভাবে সক্ষমদের জন্যও আলাদা ব্যবস্থা থাকবে।