দিল্লি, ১০ জুলাই: বুধবার বায়ুসেনার (IAF) একটি বিমান ভেঙে পড়ে রাজস্থানে (Plane Crash In Rajasthan)। চুরুতে ভেঙে পড়ে বায়ুসেনার জাগুয়ার (Jaguar Crash)। যার জেরে বিমানে থাকা ২ চালকেরই মৃত্যুর খবর মেলে। মৃতদের মধ্যে একজন হলেন স্কোয়াড্রন লিডার লোকন্দ্র সিং সিন্ধু (Lokender Singh Sindhu)। যাঁর মৃত্যুর খবর শোকের ছায়া নেমে এসেছে। জানা যায়, লোকেন্দ্র সিং সিন্ধু গত মাসেই অর্থাৎ জুনে বাবা হয়েছেন। জুনে বাবা হওয়ার পর ৩০ তারিখ তিনি ফের চাকরিতে যোগ দেন।
হরিয়ানার রোহতকের খেরি সাধ গ্রামের ছেলে লোকেন্দ্র সিং সিন্ধু। লোকেন্দ্রর স্ত্রী সুরভী সিং সিন্ধু পেশায় চিকিৎসক। গত ১০ জন সুরভী এক পুত্র সন্তানের জন্ম দেন। ফলে স্ত্রী এবং সদ্যোজাত পুত্রকে হিসারে শ্বশুরবাড়িতে রেখে গত ৩০ জুন ফের চাকরিতে যোগ দেন লোকেন্দ্র। বাবা হওয়ার পর লোকেন্দ্র আর সন্তান সুখ ভোগ করতে পারলেন না। কয়েকদিনের মধ্যেই তাঁর মৃত্যুর খবর মিলল বিমান ভেঙে পড়ে।
আরও পড়ুন: Fighter Plane Crashed: ফের ভাঙল বিমান, এবার টুকরো টুকরো হয়ে পড়ল যুদ্ধ বিমান
লোকেন্দ্রর বাবা যোগিন্দ্র সিং সিন্ধু এক বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সুপারিনটেন্ডেন্ট। সিন্ধু পরিবারে একমাত্র লোকন্দ্রই ভারতীয় বায়ুসেনায় কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার লোকেন্দ্র যখন জাগুয়ারে ওঠেন, সেই সময়ও তিনি জানতেন না, এটিই তাঁর শেষ যাত্রা। জাগুয়ারে ওঠার আগে লোকেন্দ্র তাঁর বাবাকে সকালে ফোন করেন এবং পরিবারের যে হোয়াটস অ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে সদ্যোজাত সন্তানের ছবি পোস্ট করেন। এসবের পর হঠাৎ করেই লোকেন্দ্রর জাগুয়ার ভেঙে পড়ে এবং তাঁর দেহ খণ্ড বিখণ্ড হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। যে মর্মান্তিক ঘটনা চোখে জল এনে দিয়েছে গোটা দেশের।