জয়পুর, ৯ জুলাই: ফের ভেঙে পড়ল বিমান (Fighter Plane)। এবার রাজস্থানের (Rajasthan) চুরুতে (Churu) একটি যুদ্ধ বিমান ভেঙে পড়ে। চুরুর একটি মাঠে হঠাৎ করেই যুদ্ধ বিমানটি ভেঙে পড়ে বলে খবর। যে ছবি এবং ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়। বিমান ভেঙে পড়ার যে দৃশ্য চোখে পড়ছে সেখানে দেখা যায়, চারপাশে উড়ানের সব খণ্ড ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেই সঙ্গে একটি মৃতদেহও পড়ে থাকতে দেখা যায়। বিমান ভাঙার পর যে ধ্বংসাবশেষ ছিল, তার নীচে মৃতদেহটিকে দেখতে পান স্থানীয়রা।
বিভিন্ন সূত্র থেকে মেলা খবর অনুযায়ী, চুরুতে বায়ুসেনার যে যুদ্ধ বিমানটি ভেঙে পড়ে, সেখানে মৃতদেহের খণ্ড অংশও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ফলে বিমানের যে চালক ছিলেন, তিনি হয়ত আর বেঁচে নেই বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
বিমান ভেঙে পড়ার খবর পেতেই বায়ুসেনা কর্তৃপক্ষ সেখানে ছুটে যায়। কী কারণে বিমানটি ভেঙে পড়ে, সে বিষয়ে শুরু হয়েছে জোরদার খোঁজ।
আরও পড়ুন: Flight Video: উড়তে উড়তে ২৬ হাজার ফুট নীচে পড়ল বিমান, ভয়ঙ্কর দুর্ঘটনার... দেখুন ভিডিয়ো
দেখুন সেই ভিডিয়ো যেখানে বিমানটি ভেঙে পড়ে...
राजस्थान के चूरू में फाइटर प्लेन क्रैश#Churu | #Ratangarh pic.twitter.com/uD99e9hj6v
— Rahul Sisodia (@Sisodia19Rahul) July 9, 2025
একটি দেহও উদ্ধার করা হয় ধ্বংসাবশেষ থেকে...
राजस्थान के चूरू में एक विमान क्रैश, मलबे से एक शव बरामद#Rajasthan #PlaneCrash #Churu #ATReel #AajTakSocial pic.twitter.com/oQ57zSJwkM
— AajTak (@aajtak) July 9, 2025
ভয়াবহ ১২ জুনের এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনা
গত ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকে যাওয়ার পথে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং। ২৪২ জন যাত্রী নিয়ে বিমানটি ভেঙে পড়ে। ওড়ার ৫,৬ মিনিটের মাথায় প্রবল বিস্ফোরণে বোয়িংটি ভেঙে পড়ে স্থানীয় একটি মেডিকেল হস্টেলের ছাদে। ফলে বিমানের ২৪১ জন যাত্রী পুড়ে, ঝলসে যান। পাশাপাশি ওই মেডিকেল হস্টেলে সেদিন যাঁরা ছিলেন, তাঁদের বেশ কয়েকজনের যেমন মৃত্যু হয়, তেমনি আহতও অনেকে।
১২ জুনেরঘটনার দাগ এখনও দগদগে। তার মধ্যেই ফের ভেঙে পড়ল বায়ুসেনার আরও একটি যুদ্ধ বিমান।