গত শুক্রবার বিষ্ণুপুরে অসম রাইফেলসের কনভয়ে জঙ্গি হামলার পর থেকে হামলাকারীদের খোঁজে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। এরমধ্যে গতকাল পর্যন্ত মণিপুরের (Manipur) বিভিন্ন জায়গা থেকে ৯ জন বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত জঙ্গিদের আটক করা হয়েছে। তাঁদের মধ্যে পিএলএ, ইউএনএলএফ, কেসিপি সহ একাধিক সংগঠনের সদস্য ছিল। এদিকে গত মঙ্গলবার রাতে পশ্চিম ইম্ফলের কামেং এলাকা থেকে আটক আরও এক পিএলএ জঙ্গি। তাঁর থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণের অস্ত্র।
অভিযুক্ত জামিনে ছাড়া পেয়েছিল
গোপনসূত্রে খবর পেয়ে ইম্ফল পুলিশ, বিষ্ণুপুর, ৩৩-এআর এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী যৌথ অভিযান চালিয়েছিল কামেং এলাকায়। তারপরই খোমদ্রম অজিত সিং (৪৭) ওরফে কেইলালকে গ্রেফতার করা হয়। তদন্তে জানা যাচ্ছে, ধৃত অভিযুক্ত সম্প্রতি জামিনে ছাড়া পেয়েছিল, তারপরেই আবার জঙ্গি সংগঠনে যুক্ত হয়েছিল। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, নাম্বোল সবাল লেইকাই এলাকায় হামলার সঙ্গে ধৃত ব্যক্তি জড়িত ছিল। গ্রেফতারির পর তাঁকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তদন্তকারীরা।
উদ্ধার বিপুল পরিমাণের অস্ত্র
রাত ১টা নাগাদ এই অভিযান চালায় যৌথ বাহিনী। এই তল্লাশি অভিযানে অভিযুক্তের গোপন ডেরা থেকে ৫টি অত্যাধুনিক রাইফেল সহ অসংখ্য গোলাবারুদ উদ্ধার হয়। পুলিশের অনুমান, তাঁর সঙ্গে আরও কয়েকজন ছিল, তবে গ্রেফতার হওয়ার আতঙ্কে বাকিরা গা ঢাকা দিয়েছে। তাঁদের খোঁজে এলাকায় অব্যাহত রয়েছে তল্লাশি অভিযান।