নতুন দিল্লি, ১০ মে: দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের (Migrants) ঘরে ফেরানোর জন্য ট্রেন চালানার অনুমতি দেওয়ার জন্য সমস্ত রাজ্য সরকারকে অনুরোধ করলন রেলমন্ত্রী পীয়ূষ গোয়েল (Piyush Goyal)। তিনি জাানান, এ জন্য পূর্ণ সহযোগিতা করবে রেল। রবিবার তিনি বলেন, রাজ্য সরকারগুলিকে অনুরোধ এনিয়ে কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করুন। রেলমন্ত্রীর দাবি ৩-৪ দিনের মধ্যে বিভিন্ন রাজ্যের পরিযায়ী শ্রমিকরা যাতে ঘরে ফিরতে পারে তার ব্যবস্থা করা হচ্ছে। গোয়েল বলেন, অল্প সময়ের নোটিশে রেল (Indian Railway) রোজ ৩০০ শ্রমিক স্পেশাল ট্রেন (Shramik Special Trains) চালাতে তৈরি। রেলমন্ত্রীর দাবি, গত ১ মে থেকে এখনও পর্যন্ত ৩৬৬টি শ্রমিক স্পেশাল ট্রেন চালিয়েছে রেল।
টুইটারে রেলমন্ত্রী লিখেছেন, "আমি সমস্ত রাজ্যকে তাদের আটকে পড়া অভিবাসীদের ফিরিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য আবেদন করছি, যাতে আমরা আগামী ৩-৪ দিনের মধ্যে সবাইকে তাদের বাড়িতে ফিরিয়ে দিতে পারি।" আরও পড়ুন: Shramik Special Trains: ৭টি ট্রেনের অনুমোদন চাওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের থেকে, একটাও মঞ্জুর হয়নি: দেবেন্দ্র ফডনবিস
I appeal to all the States to give permission to evacuate and bring back their stranded migrants so that we can get all of them back to their homes in the next 3-4 days itself.
— Piyush Goyal (@PiyushGoyal) May 10, 2020
তিনি যোগ করেন, "প্রতিদিন ভারতীয় রেল ৩০০ রেল শ্রিক বিশেষ ট্রেন চালানোর জন্য প্রস্তুত। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্দেশে গত ৬ দিনে রেল অল্প সময়ের নোটিশ প্রতিদিন ৩০০ শ্রমিক স্পেশাল ট্রেন চালানোর পুরোপুরি প্রস্তুত রয়েছে।"