School Student In MP (Photo Credit: Twitter)

গুনা, ২২ সেপ্টেম্বর:  শৌচাগার পরিষ্কার করছে স্কুল (School) পড়ুয়ারা। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) গুনা জেলা থেকে এমনই একটি ছবি প্রকাশ্যে আসায় তা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। গুনার চকদেবপুর গ্রামের একটি স্কুলে শৌচাগার পরিষ্কার করতে দেখা যায় ছাত্রীদের। চকদেবপুরের ওই স্কুলের ছবি সামনে আসার পর, সে বিষয়ে তদন্তের নির্দেশ দেন সে রাজ্যের পঞ্চােত মন্ত্রী মহেন্দ্র সিং সিসোদিয়া।

গুনার জেলাশাসক যাতে এ বিষয়ে তদন্ত করে রিপোর্ট জমা দেন, সে বিষয়ে নির্দেশ দেন পঞ্চায়েত মন্ত্রী। স্কুলের পোশাক পরে ছাত্রীরা কেন শৌচাগার পরিষ্কার করচে, সে বিষয়ে তদন্ত করা হোক বলে নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন: Russia: পুতিনের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ, উত্তাল মস্কো, সেন্ট পিটার্সবার্গ থেকে আটক ১৩০০

পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণির ছাত্রীদের দিয়ে চকদেবপুর গ্রামের ওই স্কুলের শৌচাগার পরিষ্কার করানো হয় বলে অভিযোগ। স্কুল চত্বরের কল থেকে জল তুলে তা দিয়ে শৌচাগার পরিষ্কার করতে দেখা যায় পঞ্চম এবং ষষ্ঠা শ্রেণির পড়ুয়াদের। ঘটনার পরপরই স্কুল শিক্ষা দফতরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। কীভাবে এই ঘটনা ঘটল, সে বিষে তদন্ করা হবে বলে জানানো হয় রাজ্যের স্কুল শিক্ষা দফতরের তরফে।