
নয়াদিল্লিঃ অনেকদিনের প্রেম। কিন্তু বিয়ে করে অন্যত্র সংসার পাতেন প্রেমিকা(Girl Friend)। তবে ভুলতে পারেননি প্রাক্তন প্রেমিককে(Boy Friend)। শ্বশুরবাড়ি থেকেও নিয়মিত যোগাযোগ রাখতেন। কথা হত ফোনে। বাপেরবাড়ি এসে দেখা করার আর্জি জানান প্রাক্তন প্রেমিক। কিন্তু তাতে রাজি হননি তরুণী। সেখান থেকেই বচসার সূত্রপাত। রাগে প্রেমিকার বেশকিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেন পেশায় ফটোগ্রাফার ওই প্রেমিক। সবটা জানাজানি হলে ওই প্রেমিককে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ওই তরুণীর দাদা ও ভাইয়ের বিরুদ্ধে।
যোগীরাজ্যে খুনের ঘটনা, কুপিয়ে খুন করা হল ফটোগ্রাফারকে
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বালিয়াতে। নিহত তরুণের নাম চন্দন। এই ঘটনায় ইতিমধ্যেই মূল অভিযুক্ত সুরেন্দ্র যাদবকে গ্রেফতার করেছে পুলিশ। সুরেন্দ্রকে সহযোগিতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে সুরেন্দ্রর খুড়তুতো ভাই রোহিতকে। পুলিশ জানিয়েছে, হোলির রাতে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে খুন করা হয় ওই যুবককে। এরপর মৃতদেহটি একটি ময়লার স্তূপে ফেলে দিয়ে পালায় তারা। ইতিমধ্যেই মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
প্রতিশোধ নিতে বোনের প্রাক্তন প্রেমিককে কুপিয়ে খুন দাদার
Uttar Pradesh: Photographer Stabbed to Death in Ballia for Making Married Woman’s Photos Viral on Instagram; 2 Arrestedhttps://t.co/8KDYdUsLjI#UttarPradesh #Instagram #Murder #Ballia
— LatestLY (@latestly) March 25, 2025