Darshan Thoogudeepa (Photo Credits: X)

রেনুকাস্বামী হত্যা মামলায় জেলে রয়েছেন কন্নড় অভিনেতা দর্শন থুগুদীপার (Darshan Thoogudeepa)। তবে জেলের মধ্যে আর পাঁচজন অভিযুক্তের মত দিনযাপন করছেন না অভিনেতা। বেঙ্গালুরুর পারাপ্পানা অগ্রহারা কারাগারে রয়েছেন দর্শন। সেখানে একপ্রকার 'ভিআইপি' পরিষেবা দেওয়া হচ্ছে অভিনেতাকে। জেলের মধ্যে থেকে ফাঁস হওয়া একটি ছবি সেই তথ্যই তুলে ধরেছিল। সেই ছবিতে দেখা গিয়েছিল, জেল পরিধির মধ্যে কোন এক ফাঁকা জায়গায় চেয়ার টেবিলে অন্য আসামিদের সঙ্গে খোশমেজাজে বসে রয়েছে খুনের অভিযোগে ধৃত অভিনেতা। তাঁর এক হাতে চায়ের কাপ আর অন্য হাতে সিগারেট। সেই পারাপ্পানা অগ্রহারা কারাগারের ব্যারাকে তল্লাশি অভিযান চালিয়ে পুলিশের হাতে এল একাধিক মোবাইল ফোন, লক্ষাধিক টাকা, ছুরি সহ বিভিন্ন জিনিস।

বেঙ্গালুরুর ওই জেলের মধ্যে অনৈতিক কাজকর্ম চালানোর অভিযোগ দীর্ঘদিন ধরেই উঠছে। ডেপুটি পুলিশ কমিশনারের নির্দেশে একটি দল শনিবার কারাগারের ভিতরে অভিযান চালায়। আর তাতেই বেরিয়ে আসে একাধিক মোবাইল ফোন, টাকা, ছুরি, পেনড্রাইভ সহ বহু জিনিস।

জেলের মধ্যে থেকে কন্নড় অভিনেতা দর্শনের ফাঁস হওয়া ছবিতে তাঁর পাশে দেখা গিয়েছিল গ্যাংস্টার উইলসন গার্ডেন নাগাকে। নাগা যে ব্যারাকে ছিল সেখানেই এদিন অভিযান চালায় পুলিশ। সেই ব্যারাকের পাওয়ার কন্ট্রোল রুম থেকে ২টি বৈদ্যুতিক চুলা, নগদ ১১,৮০০ টাকা, ২টি ছুরি ও ২টি মোবাইল ফোন উদ্ধার হয়। এছাড়া বাথরুমের পাইপে প্লাস্টিকে মোড়া অবস্থায় ১১টি মোবাইল ফোন, ৩টি মোবাইল চার্জার, ২টি ইয়ার বাড, ৫টি বৈদ্যুতিক চুলা, ২৪,৩০০ নগদ টাকা, ৩টি ছুরি এবং ১টি পেনড্রাইভ উদ্ধার হয়েছে।

জেলে থাকা অভিযুক্ত কিংবা অপরাধীদের কী কাছে লাগত ওই সমস্ত জিনিস? কোথা থেকেই বা তা জেলের ভিতরে এল? একাধিক প্রশ্ন উঠছে  বেঙ্গালুরুর পারাপ্পানা অগ্রহারা জেল ঘিরে।