দাম বাড়ল পেট্রল-ডিজেলের। Representational Image | (Photo Credits: PTI)

কলকাতা, ১৪ জুলাই: টানা দু দিন অপরিবর্তিত থাকল পেট্রোল-ডিজেলের দাম (Petrol and Diesel Prices) । পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন মেটার পর থেকেই পেট্রোল (Petrol)-ডিজেলের (Disel) সেই যে দাম বাড়া শুরু হয়েছে, তারপর দেশের চার মেট্রো শহরেই পেট্রোলের দাম সেঞ্চুরি হাঁকিয়েছে। যেভাবে চলছে তাতে ডিজেলও যে সেঞ্চুরি করতে পারে তেমন আশঙ্কাও থাকছে। আজ অবশ্য দাম না বাড়ায় সেঞ্চুরিতেই নট আউট আছে পেট্রোল। আরও পড়ুন: করোনার তৃতীয় ঢেউ আসছে, ফের বাড়ল সংক্রমণ

বুধবার কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দর ১০১.৩৫ টাকা। ডিজেল দাম লিটার প্রতি ৯২.৮১ টাকা। সোমবার কলকাতায় পেট্রোলের দাম বেড়েছিল লিটার প্রতি ৩৪ পয়সা, ডিজেলের দাম কমেছিল ১৬ পয়সা। এরপর টানা দু দিন দাম বাড়ল না।

মুম্বইতে লিটার প্রতি পেট্রোল এখন ১০৭.২০ টাকা আর দিল্লিতে ১০১.১৯ টাকা। মুম্বইতে ডিজেল ৯৭.২৯ টাকা প্রতি লিটার। তেলের দাম এতটা বেড়ে যাওয়ার ফলে বাজারদরেও বড় প্রভাব পড়েছে। সব মিলিয়ে সাধারণ মানুষের অবস্থা খারাপ।