দাম বাড়ল পেট্রল-ডিজেলের। Representational Image | (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১২ জুন: বিরাম নেই। বেড়েই চলেছে জ্বালানির দাম (Fuel Price)। এদিন মহানগর কলকাতায় পেট্রলের দাম ছুঁয়েছে ৯৬ টাকা। দাম যেভাবে বাড়ছে তাতে চলতি সপ্তাহেই ১০০ ছুঁয়ে ফেলবে পেট্রলের দাম (Petrol Price)। শুধু কলকাতাই নয়। অন্য মেট্রো শহরগুলিতেও মধ্যবিত্তের নাগালের বাইরে বেরিয়ে যাচ্ছে পেট্ৰপণ্যের দাম। রাজস্থানের শ্রী গঙ্গানগরে পেট্রলের দাম বেড়ে হয়েছে প্রতি লিটারে ১০৭.২৩ টাকা, সেঞ্চুরি ছাড়িয়েছে ডিজেলও।

রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে প্রতি লিটারে ৯৬.১২ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে হয়েছে ৮৬.৯৮ টাকা। মুম্বইয়ে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০২.০৩ টাকা। ডিজেলের দাম ৯৪.৩৯ টাকা। কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ৯৬ টাকা ৬ পয়সা। ডিজেলের দাম বেড়ে হয়েছে লিটারে ৮৯ টাকা ৮৩ পয়সা। আরও পড়ুন, গেরুয়া শিবির ছেড়েই কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়লেন মুকুল রায়

রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার বেলজিয়াম জ্বালানির মূল্যবৃদ্ধিতে নির্বিকার কেন্দ্র সরকার। দাম নিয়ন্ত্রনের টুঁ শব্দটিও করছে না কেন্দ্র। এদিকে লকডাউনে কাজ হারা মানুষগুলির নাজেহাল অবস্থা। কৃষক থেকে শ্রমিক, ব্যবসায়ী, বাস মালিকেরা প্রায় পথে বসার মুখে। লকডাউনে নিত্য যাত্রীদের সংখ্যাও তেমন নেই যে লাভের মুখ দেখবে বাস মালিকেরা। এদিকে যানবাহনে চড়তে হলে সাধারণ মানুষকে যা ভাড়া গুনতে হচ্ছে তাতে বেড়েছে নিত্যদিনের পরিবহনের খরচ। পাশাপাশি, নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও ঊর্ধ্বমুখী। ফলে ক্রমশ দুশ্চিন্তায় ডুবে যাচ্ছে সাধারণ মানুষ।