Fuel Prices Today: কলকাতায় ১ লিটার পেট্রোল মিলছে ৮৮.৯২ টাকায়, বুধবার দেশের মেট্রো শহরগুলিতে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
ইন্ডিয়ান অয়েলের ফুয়েল স্টেশন (Photo Credit: IANS)

নতুন দিল্লি, ১০ ফেব্রুয়ারি: বুধবার দেশের মেট্রো শহরগুলিতে ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। কারণ দ্বিতীয় দিনেও ৩০ পয়সা করে মূল্যবৃদ্ধি করল জ্বালানি তেলের (Fuel Prices) সংস্থাগুলি। এর জেরে লিটার প্রতি পেট্রোলের মূল্য ৮৭ টাকা ৩০ পয়সা থেকে বেড়ে হল ৮৭ টাকা ৬০ পয়সা। একইভাবে ৭৭ টাকা ৪৮ পয়সা থেকে প্রতি লিটার ডিজেলের দাম বেড়ে হল ৭৭ টাকা ৭৩ পয়সা। নয়া মূল্যবৃদ্ধি দেখা গিয়েছে দিল্লিতে। অন্যদিকে মুম্বইতে প্রতি লিটার পেট্রোলের মূল্য ৯৪ টাকা ১২ পয়সা। অন্যদিকে বাণিজ্য নগরীতে লিটার প্রতি ডিজেল বিকোচ্ছে ৮৪ টাকা ৬৩ পয়সায়। দেশের চার মেট্রো শহরের মধ্যে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির নিরিখে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। আরও পড়ুন-Uttarakhand Glacier Burst: উত্তরাখণ্ড বিপর্যয়ে আটকদের খোঁজে তপোবন সুড়ঙ্গে উদ্ধারকারী দল, ২০৬ জনের হদিশ মিলছে না

অন্যদিকে কলকাতায় লিটার প্রতি পেট্রোলের মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৮৮ টাকা ৯২ পয়সা। আর ৮১ টাকা ৩১ পয়সা খরচ করলে মিলবে এক লিটার ডিজেল। বিশ্বজুড়ে শুরু হয়ে গিয়েছে কোভিডের টিকাকরণ। বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের দাম যখন নাগালের বাইরে চলে যাচ্ছে তখন দেশেও জ্বালানি তেলের দাম বাড়ছে হু হু করে। ২০২১-২২ সাধারণ বাজেটেও কেন্দ্র ডেভেলপমেন্ট সেস বসানো হয়েছে জ্বালানি তেলের উপরে।