কুরুক্ষেত্র: যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল হরিয়ানার ক্রীড়ামন্ত্রী ও প্রাক্তন অলিম্পিয়ান সন্দীপ সিং (Haryana Minister Sandeep Singh)-এর বিরুদ্ধে। এর জেরে মন্ত্রীর পদ হারাতে হয় তাঁকে। বৃহস্পতিবার তিনি নিজের বিধানসভা কেন্দ্র কুরুক্ষেত্রের (Kurukshetra) পেহোয়ায় (Pehowa) জাতীয় পতাকা (national flag) তুলতে গিয়ে বিক্ষোভের (protest) মুখে পড়েন।
স্থানীয় বিজেপি বিধায়ককে দিয়ে যাতে ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা তুলতে না দেওয়া হয় তার দাবি জানাতে থাকেন স্থানীয় মানুষদের একাংশ। যদিও তাঁদের পুলিশ দিয়ে তুলিয়ে অভিযুক্ত প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে দিয়েই জাতীয় পতাকা উত্তোলন করান অনুষ্ঠানের উদ্যোক্তারা।
Kurukshetra, Haryana | Locals protest against Haryana Minister Sandeep Singh while he unfurled the national flag on the occasion of Republic Day.
A case of sexual assault is registered against Sandeep Singh at Sector 26 Police station, Chandigarh. pic.twitter.com/ZvEDb9Zb44
— ANI (@ANI) January 26, 2023