শিলাবৃষ্টি(Photo Credits: Pixabay)

গুরুগ্রাম, ৬ জানুয়ারি: শিলাবৃষ্টির শব্দে বুধবারের সকাল হল গুরুগ্রামবাসীর। এমনিতেই কয়েকদিন ধরে চলছিল বৃষ্টি। এবার তার সঙ্গে যোগ হল শিলাবৃষ্টি (Hailstorm)। পৌষের হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে শিলাবৃষ্টি শুরু হওয়ায় বেশ বিপাকে গুরুগ্রামের বাসিন্দারা। যদিও মৌসম ভবন সোমবার রাজধানীতে শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। তাছাড়া গত এক সপ্তাহ ধরে গোটা উত্তর ভারতে চলছে বৃষ্টি। এমনিতেই দিল্লিতে চড়া দূষণের জেরে বাতাসে আদ্রতার পরিমাণ স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি। সবমিলিয়ে দূষণ, ঠান্ডা ও বৃষ্টিতে জেরবার রাজধানী ও দিল্লি এনসিআর। অন্যদিকে শিলাবৃষ্টির জেরে মধ্যপ্রদেশের বিস্তীর্ণ এলাকার ফসলের ক্ষতি হয়েছে। সবথেকে সমস্যায় রয়েছেন মান্দাসৌরের কৃষকরা। প্রথমে হিম তার উপরে শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতির পরিমাণ মারাত্মক। আরও পড়ুন-COVID-19 Vaccination: আগামী ১৩ জানুয়ারি দেশজুড়ে করোনার ভ্যাকসিন প্রদান, জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব

এদিকে আবহাওয়ার পূর্বাভাস বলছে, শুধু শিলাবৃষ্টিই নয় উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে হাঁড়া কাঁপানো হাওয়া উড়ে আসছে উত্তরের সমতলের অভিমুখে। স্বভাবতই কনকনিয়ে নামবে ঠান্ডা। শুরু হবে শৈত্যপ্রবাহও। এদিকে এই ৭ জানুয়ারি থোকে এই প্রবল শৈত্যপ্রবাহের কবলে পড়তে চলেছে পাঞ্জাব, হরিয়ানাও উত্তর রাজস্থান।