অবশেষে শুরু হল চন্দ্রগ্রহণ (Lunar Eclipse 2025)। রবিবার ৯টা ৫৮ মিনিট থেকে শুরু হয়েছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। চলবে ১টা ২৭ মিনিট পর্যন্ত। দিল্লি, কলকাতা, লখনউ, বেঙ্গালুরু সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর থেকে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। কৌতুহলি মানুষরা ইতিমধ্যে ভিড় জমিয়েছেন এই বিরল মুহূর্তকে চোখে দেখতে। এরজন্য কোথাও টেলিস্কোপের ব্যবস্থা করা হয়েছে, কোথাও আবার মানুষ খালি চোখেই এই অসাধারণ মুহূর্তের দর্শন পেতে চাইছে।

টেলিস্কোপে চোখ রেখেছে মানুষজন

কর্ণাটকের বেঙ্গালুরুরতে জহরলাল নেহেরু প্ল্যানেটরিয়ামে ভিড় জমিয়েছেন অসংখ্য মানুষ। সেখানে ব্যবস্থা করা হয়েছে টেলিস্কোপের। তেমনই লখনউতে সায়েন্স সিটি সেন্টারেও বন্দোবস্ত করা হয়েছে হাইটেক টেলিস্কোপের। অন্যদিকে দিল্লির নেহেরু প্ল্যানেটরিয়ামেও ভিড় জমিয়েছেন অসংখ্য মানুষ।

দেখুন ভিডিয়ো

কখন থেকে শুরু হয়েছে সুতককাল?

এছাড়া অনেক জায়গায় খালি চোখেও চন্দ্রগ্রহণ দেখছেন অসংখ্য মানুষ। এদিন চন্দ্রগ্রণ শুরু ও শেষের মাঝে ৮২ মিনিট অর্থাৎ ১ ঘন্টা ২২ মিনিট ধরে চলবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, শুক্রবার দুপুর ১২টা ৫৭ মিনিট থেকে শুরু হয়েছে সুতককাল।