নতুন দিল্লি, ১১ জুন: লকডাউনের ধাক্কায় মে মাসে দেশে যাত্রবাহী গাড়ি (Passenger Vehicle) বিক্রি তলানিতে। গত বছরের একই সময়ের থেকে কমেছে ৮৭ শতংশ। বৃহস্পতিবার অটোমোবাইল ব্যবসায়ীদের সংস্থা ফেডারেশন অফ অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশন (Federation of Automobile Dealers Associations) একথা জানিয়েছে। FADA জানিয়েছে, ১ হাজার ২২৫টি আঞ্চলিক পরিবহন অফিস থেকে পাওয়া তথ্য অনুসারে ২০১৯ সালের মে মাসে যাত্রীবাহী গাড়ি বিক্রি ছিল ২ লাখ ৩৫ হাজার ৯৩৩ ইউনিট। সেখানে এই বছর মে মাস তা কমে দাঁড়িয়েছে ৩০ হাজার ৭৪৯ ইউনিট।
একই সঙ্গে কমেছে দু চাকার গাড়ি বিক্রিও। গত বছরের তুলনায় কমেছে ৮৮.৮ শতাংশ। গত মাসে মোট গাড়ি বিক্রি হয়েছিল ১ লাখ ৫৯ হাজার ৩৯ ইউনিট। সেখানে ২০১৯ সালের মে মাসে দু চাকার গাড়ি বিক্রি হয়েছিল ১৪ লখ ১৯ হাজার ৮৪২ ইউনিট ছিল। বাণিজ্যিক যানবাহন বিক্রয় ৯৬.৬৩ শতাংশ কমে ২ হাজার ৭১১ ইউনিটে দাঁড়িয়েছে, যা গত বছরের মে মাসে ছিল ৮০ হাজার ৩৯২ ইউনিট। আরও পড়ুন: National Test Abhyas App: জনপ্রিয় হচ্ছে 'জাতীয় টেস্ট অভ্যাস' অ্যাপ, ১০ লাখ শিক্ষার্থী দিল মক টেস্ট
থ্রি-হুইলারের বিক্রি ৯৬.৩৪ শতংশ কমে হয়েছে ১ হাজার ৮৮১ ইউনিট। গত বছর এই সময় তা ছিল ৫১ হাজার ৪৩০ ইউনিট। সব বিভাগে মোট বিক্রি ৮৮.৮৭ শতাংশ কমে ২ লাখ হাজার ৬৯৭ ইউনিটে দাঁড়িয়েছে। যা গত বছর মে মাসে ছিল ১৮ লাখ ২১ হাজর ৬৫০ ইউনিট।