Passenger Slaps One of the Accused in Raja Raghuvanshi Murder Case. (Photo Credits: IANS@X)

রাজা রঘুবংশী (Raja Raghuwanshi) খুনে অভিযুক্তদের মধ্যে একজন চড় মারলেন ইন্দোরের এক ব্যক্তি। মঙ্গলবার সন্ধ্যায় শিলং থেকে বিমানে ইন্দোরে আনা হয় রাজা রঘুবংশী খুনে অভিযুক্তদের। অভিযুক্তদের মুখ কালো কাপড়ে ঢাকা ছিল। অভিযুক্তদের মধ্যে একজনকে ইন্দোরের বিমানবন্দর থেকে বের হওয়ার পথে চড়ে মারলেন এক বিমান যাত্রী। ক্যামেরায় ধরা পড়ল এই চড়ের ভিডিও। চড় মারা নিয়ে সেই ব্যক্তি বললেন, "বড় অপরাধ করেছে ওরা। ঘটনাটা আমায় খুব আঘাত করেছে। খুব রাগ হচ্ছিল ওদের ওপর। দোষীদের ফাঁসি হওয়া উচিত।" শিলংয়ে মধুচন্দ্রিমায় গিয়ে খুন হওয়া ইন্দোরের ব্যবসায়ী রাজা রঘুবংশী (Raja Raghuwanshi) কাণ্ডে তদন্ত এগিয়ে চলেছে। স্ত্রী সোনম রঘুবংশীর (Sonam Raghuwanshi) পরকীয়ার সম্পর্কই নির্মম পরিণতি ডেকে এনেছে রাজার জীবনে তা ক্রমশ পরিষ্কার হচ্ছে। বিয়ের আগে থেকেই রাজ কুশওয়াহার সঙ্গে সম্পর্ক ছিল সোনমের। রাজা রঘুবংশী হত্যাকাণ্ডে রাজ অন্যতম অভিযুক্ত।

দেখুন কীভাবে চড় মারা হল

সোনম-রাজের পরিচয় কীভাবে হয়

সোনমের বাবা দেবী সিং ইন্দোরে একটি প্লাইউড কারখানার মালিক। তাঁর কারখানার বার্ষিক টার্নওভার প্রায় ১২ থেকে ১৫ কোটি টাকা। বাবার কারখানার HR পদটি সামলাতেন মেয়ে। সোনমের বাবার কারখানাতেই একজন সুপারভাইজার হিসেবে কাজ করতেন রাজ। যার মাসিক বেতন ছিল প্রায় ২০,০০০ হাজার টাকা। কাজ করতে গিয়েই পরিচয় হয় রাজ এবং সোনমের। মালিকের মেয়ের প্রেমে পড়েন রাজ। সময় যত এগিয়েছে দুজনের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। তবে রাজের সঙ্গে মেয়ে প্রেম মেনে নেননি সোনমের পরিবার।

কীভাবে সোনমের সঙ্গে রাজা রঘুবংসীর বিয়ে হয়

সোনমের বিয়ের ঠিক হয় ইন্দোরের ট্রান্সপোর্ট ব্যবসায়ী রাজা রঘুবংশীর সঙ্গে। রাজা এবং তাঁর দুই ভাই মিলে ব্যবসা সামলাতেন। তাঁদের পারিবারিক ব্যবসার বার্ষিক টার্নওভার ৮ থেকে ১০ কোটি টাকা। বেতনভুক্ত কর্মীর প্রেমে ব্যবসায়ী স্বামীকে খুন। খুনের জন্যে দুজন খুনি ভাড়া করেন সোনম। মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়েই খুন হন রাজা। গত ২ মে চেরাপুঞ্জি জঙ্গলের গভীর খাদ থেকে মেলে রাজার মৃতদেহ। ইন্দোরে রাজার শেষকৃত্যের অনুষ্ঠানে সোনমের বাবার সঙ্গে দেখা গিয়েছিল অভিযুক্ত রাজকে।