Rajnath Singh (Photo Credit: ANI/X)

দিল্লি, ২৮ জুলাই: সোমবার সংসদে অপারেশন সিঁদূর নিয়ে আলোচনা চলছে। বর্ষাকালীন অধিবেশনে (Parliament Monsoon Session) ১৬ ঘণ্টা ধরে টানা অপারেশন সিঁদূর (Operation Sindoor) নিয়ে আলোচনা চলছে সংসদে। অপারেশন সিঁদূর নিয়ে আলোচনার সময় কংগ্রেসের গৌরব গগৈ প্রশ্ন তোলেন, পহেলগাম (Pahalgam Terror Attack) হামলার জঙ্গিরা ভারতে অনুপ্রবেশ করল কীভাবে। অসমের কংগ্রেস নেতা বলেন, কেন্দ্রের হাতে বর্তমানে ড্রোন, ক্যামেরা, পেগাসাস, স্যাটেলাইট, সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ সব রয়েছে। তা সত্ত্বেও কীভাবে বৈসররণ ভ্যালিতে ২৬ জন পর্যটকের প্রাণ নিল জঙ্গিরা। ১ ঘণ্টা ধরে বৈসরণ ভ্যালিতে পর্যটকের যখন গুলিতে ঝাঁঝরা করে দিচ্ছে জঙ্গিরা, সেই সময় কেন সেনা বাহিনী সেখানে যেতে পারল না বলে প্রশ্ন তোলেন গৌরব গগৈ।

অপারেশন সিঁদূর নিয়ে আলোচনারসময় যখন লোকসভা উত্তাল, সেই সময় রাজনাথ সিং (Rajnath Singh)  বলেন, পাকিস্তানে হানাদারি চালিয়ে ১০০ জঙ্গিকে খতম করা হয়েছে। ভাঙা হয়েছে একের পর এক জঙ্গি ঘাঁটি। তবে এখানেই শেষ নয়। পাকিস্তান যদি আবার কোনও ধরনের বেয়াদপি করে, তাহলে ফের অপারেশন সিঁদূঁর চলবে বলে স্পষ্ট জানান রাজনাথ সিং।

আরও পড়ুন: Pahalgam Attackers Hasim Musa: অপারেশন মহাদেব-এ খতম পহেলগাম হামলার মাস্টার মাইন্ড, পাক জঙ্গি, কে এই হাসিম মুসা, জানুন

রাজনাথ সিং আরও বলেন, ভারতের বীর জওয়ানরা পাকিস্তানে ঢুকে জঙ্গিদের নিকেষ করে এসেছেন। যে ঐতিহাসিক মুহূর্তে লেখা থাকবে।  ঐতিহাসিকভাবে ওই মুহূর্ত স্মরণ করবে গোটা দেশ। শুধু তাই নয়, অপারেশন সিঁদূরের আগে ভারতীয় সেনা পাকিস্তানে থাকা জঙ্গি ঘাঁটি সম্পর্কে সমস্ত পরীক্ষা নীরিক্ষা করে তবেই সেখানে হামলা চালিয়েছে। এমনও বলেন রাজনাথ সিং।