ওড়িশা, ৪ মার্চ: এবার করোনাভাইরাসের (coronavirus) প্রকোপে ওড়িশার পারাদ্বীপ। সেখানকার পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান রিংকেশ রায় জানিয়েছেন, তাঁদের কার্গো জাহাজের এক ক্রু মেম্বারের শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিয়েছে। কটকে এক হাসপাতালে ইতিমধ্যেই আক্রান্তকে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চিকিৎসাধীন ব্যক্তির জ্বর ও গলা ব্যথার উপসর্গ শুরু হয়েছে। গত ২৯ ফেব্রুয়ারি জয়পুরে এসেছেন এক ইটালিয়ান নাগরিক। তিনবার তাঁর সিওভিআইডি-১৯ পরীক্ষা করা হয়েছে। প্রতিবারই মারণ রোগ করোনাভাইরাসের লক্ষণ মিলেছে তাঁর শরীরে। প্রথমে তাঁকে ভাইরাস আক্রান্ত মনে না হলেও দ্বিতীয়বার পরীক্ষা হতেই সিওভিআইডি-১৯ পজিটিভ মিলেছে তাঁর রক্তে। আর সেই প্রমাণ অবশ্যই নভেল করোনাভাইরাস।
এদিকে মঙ্লবারই করোনা আতঙ্কে নয়ডার দুটো স্কুলে তালা পড়েছে। স্কুলেরই এক পড়ুয়া তার জন্মদিনের পার্টিতে সহপাঠী বন্ধুদের আমন্ত্রণ জানিয়েছিল। তারা প্রত্যেকেই ওই দুই স্কুলের পড়ুয়া। সঙ্গে অভিভাবকরাও ছিলেন। এরপরই সংবাদ মাধ্যমের সূত্রে জানা যায় বার্থডে বয় করোনাভাইরাসে আক্রান্ত। সঙ্গে সঙ্গেই দুটি স্কুলের পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্কুলে যান উত্তরপ্রদেশের স্বাস্থ্য আধিকারিকরা। প্রত্যেকেরই সিওভিআইডি-১৯ টেস্ট হয়েছে। আপাতত সংক্রমণ এড়াতে স্কুল বন্দ রাখা হয়েছে। পড়ুয়াদের আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়েছে। আরও পড়ুন-CM Mamata Banerjee: সীমান্ত প্রহরায় থাকা বিএসএফরা গ্রামের সমস্যায় নাক গলাতে পারে না, কালিয়াগঞ্জে বললেন মমতা ব্যানার্জি
Rinkesh Roy, Chairman, Paradip Port Trust, Odisha: A crew member of a cargo ship suspected of suffering from coronavirus was shifted to a hospital in Cuttack. He had symptoms of fever and sore throat. (3.03.20) pic.twitter.com/G2kLPZCGGo
— ANI (@ANI) March 4, 2020
হায়দ্রাবাদের যে ব্যক্তির শরীরে করোনাভাইরাসের জীবাণু মিলেছে, তিনি দুবাই থেকে এসেছিলেন। তিনি ইন্ডিগোর বিমানে ছিলেন। তাই ওই বিমানের চার ক্রু মেম্বারকেই গত ২ মার্চ থেকে আইসোলেশনে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এখন থেকে যাঁরা ইরান ও ইটালি ঘুরে আসবেন, বিমানবন্দরে তাঁদেরও স্ক্রিনিং করা হবে। বিশ্বজুড়ে ৯২ হাজার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৩ হাজার ১১০ জনের মৃত্যু ঘটেছে ইতিমধ্যেই।