নিউইয়র্ক, ১৭ অগস্ট: প্রয়াত ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী পণ্ডিত যশরাজ (Pandit Jasraj)। সোমবার নিউইয়র্কে (New York) তাঁর প্রয়াণ ঘটে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। প্রায় ৮০ বছরের সঙ্গীত জীবনের অবসান হল। একাধিক পদ্মশ্রী, পদ্মভূষণ ও পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছেন পণ্ডিত যশরাজ। মেওয়াতি ঘরানার সঙ্গীত শিল্পী ছিলেন তিনি।
১৯৩০ সালের ৩০ জানুয়ারি হরিয়ানার হিসারে জন্ম হয় পণ্ডিত যশরাজের। বাবার হাত ধরেই শুরু হয় সঙ্গীতের যাত্রাপথ। এরপরে তাঁর বড় ভাইয়ের অধীনে তবলা সহকারী হিসাবে প্রশিক্ষণপ্রাপ্ত হন। খবর অনুযায়ী, প্রায় ৮ বছর ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন তিনি ৷ আরও পড়ুন, প্রয়াত 'দৃশ্যম' ছবির পরিচালক নিশিকান্ত কামাট
Padma Vibhushan Pandit Jasraj passes away in New Jersey, US at the age of 90 pic.twitter.com/NlJFJzhF7W
— ANI (@ANI) August 17, 2020
পন্ডিত যশরাজ ১৪ বছর বয়সে কণ্ঠশিল্পী হিসাবে প্রশিক্ষণ শুরু করেছিলেন। সেমি ক্লাসিকাল সঙ্গীতকে আরও জনপ্রিয় করে তোলেন তিনি।