প্রয়াত 'দৃশ্যম' ছবির পরিচালক নিশিকান্ত কামাট (Photo Credits: Instagram)

প্রয়াত পরিচালক নিশিকান্ত কামাট (Nishikant Kamat)। হায়দরাবাদের (Hyderabad) গাচ্ছিবাউলি-তে এআইজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পরিচালক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। অনেকদিন ধরেই লিভার সিরোসিসে ভুগছিলেন তিনি। সোমবার সকালে পরিচালক নিশিকান্ত কামাটের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল। পরে হায়দরাবাদের হাসপাতালের তরফে জানানো হয় পরিচালকের অবস্থা সঙ্কটজনক। তবে তিনি মারা যাননি।

সংবাদসংস্থা ANI-ও পরিচালকের প্রয়াণের খবর জানায়। অভিনেতা রীতেশ দেশমুখও টুইট করে জানিয়েছিলেন, সে ভেন্টিলেশনে অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় রয়েছেন। তবে মারা যাননি তিনি। সোমবার বিকেলে টুইট করে নিশিকান্ত কামাটের মৃত্যুর খবর জানিয়েছেন রীতেশই। অভিনেতা লিখেছেন, “বন্ধু তোমায় মিস করব। শান্তিতে থেকো।”

আরও পড়ুন, করোনায় আক্রান্ত পরিচালক রাজ চক্রবর্তী

গত ১২ অগস্ট হাসপাতালের তরফে জানানো হয় জন্ডিস এবং তলপেটে যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন পরিচালক। চিকিৎসকরা সেই সময় জানান পরিচালকের অবস্থা সঙ্কটজনক। চিকিৎসকরা আরও জানান, নিশিকান্ত অনেকদিন ধরেই লিভারের সমস্যায় ভুগছেন। হাসপাতালে ভরতি হওয়ার পর তাঁর লিভারের চিকিৎসাও শুরু হয়। কিন্তু জন্ডিসের সঙ্গে সঙ্গে ক্রমাগত মাথাচাড়া দিয়ে উঠছিল নিশিকান্তের ক্রনিক রোগ লিভার সিরোসিস। অজয় দেবগন-টাবু অভিনীত ছবি ‘দৃশ্যম’, জন আব্রাহামের ‘ফোর্স’ এবং ‘রকি হ্যান্ডসাম’-এ নিজের পরিচালনা করেন নিশিকান্ত। ‘রকি হ্যান্ডসাম’ ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয়ও করেছিলেন তিনি। পরিচালকের সঙ্গে সঙ্গে অভিনেতা হিসেবেও দর্শকদের মন জয় করেছিলেন নিশিকান্ত কামাট।