Pakistani Woman Seema Haider (Photo Credit: Twitter)

দিল্লি, ৩ অগাস্ট: পাকিস্তানি মহিলা সীমা হায়দর কি এবার বলিউডের সিনেমায় অভিনয় করবেন? এমনই জল্পনা ছড়িয়েছে। সীমা হায়দরের সঙ্গে সম্প্রতি দেখা করেন চলচ্চিত্র পরিচালক জয়ন্ত সিনহা এবং ভরত সিং। গেরুয়া রঙের চাদর জড়িয়ে, সীমাকে অডিশনের জন্য প্রস্তুত হওয়ার পরামর্শ দেন চলচ্চিত্র পরিচালক। সীমাও চলচ্চিত্র পরিচালকের পা ছুঁয়ে প্রণাম করেন। জানা যাচ্ছে, যে ছবিতে সীমা অভিনয় করবেন, সেখানে তাঁকে ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর এজেন্টের ভূমিকায় দেখা যাবে। উত্তরপ্রদেশ এটিএসের তরফে রিপোর্ট জমা দেওয়ার পরই সীমা হায়দরকে নিয়ে  সিনেমা তৈরির কাজ শুরু হতে পারে বলে খবর।

 

পাবজি খেলতে গিয়ে নয়ডার এক যুবকের সঙ্গে পরিচয় হয় সীমা হায়দরের। ভারতীয় যুবকের সঙ্গে সম্পর্কে জড়ালে, সীমা তাঁর দুই সন্তানকে নিয়ে নেপাল হয়ে ভারতে প্রবেশ করেন অবৈধভাবে। যাজানাজানি হতেই তা নিয়ে শুরু হয় শোরগোল।

উত্তরপ্রদেশ এটিএসের তরফে সীমাকে আটক করে জিজ্ঞসাবাদ শুরু হয়। সীমা পাকিস্তানি সেনার গুপ্তচর হয়ে ভারতে প্রবেশ করেছেন কি না, সে বিষয়ে খুঁটিনাটি পরীক্ষা শুরু হয় উত্তরপ্রদেশ এটিএসের তরফে।