গ্রেটার নয়ডা, ৩১ জুলাই: পাকিস্তান নামের সঙ্গেই যেন জড়িয়ে আছে, বিরক্তি রাগ দুঃখ, সেনার পরিবারের হতাশা সবকিছু। অশান্ত কাশ্মীরের জন্য দায়ী পাকিস্তান, মুম্বই হামলার জন্য দায়ী পাকিস্তান। পুলওয়ামায় একসঙ্গে ৪০জন সেনা শহিদের জন্য দায়ী পাকিস্তান। রাগ তো থাকবেই, আর সেই রাগের কোপে পড়ে বিনা কারণেই দুর্ভোগ পোহাচ্ছেন উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার কিছু বাসিন্দা। জায়গাটির নাম পাকিস্তান ওয়ালি গলি, সেই নামের অপরাধে শাস্তি পাচ্ছেন এলাকার বাসিন্দারা। কারওর চাকরি নেই, উপায় না দেখতে পেয়ে এবার জায়গার নাম বদলের আর্জি নিয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ ওই গলির বাসিন্দারা। আরও পড়ুন- ক্রিকেট নিয়ে বাদানুবাদ, সহপাঠীকে কাঁচি বিঁধিয়ে খুন করল দশম শ্রেণির পড়ুয়া
আলাদা করেই রাখা হয়েছে বটে। সাধারণ সুযোগসুবিধা মেলা তো দূরের কথা, ছেলেমেয়েদের শিক্ষিত করার পরও চাকরি জোগাড় করতে নাভিশ্বাস ওঠছে ‘পাকিস্তান ওয়ালি গলি’র বাসিন্দাদের। সেখানকার এক বাসিন্দা ভূপেশ কুমারের আক্ষেপ, “আধার কার্ড দেখালেওকোন কাজ মেলে না। ছেলেমেয়েদের শিক্ষায় টাকাপয়সা খরচ করেও কাজকর্ম জুটছে না। এনিয়ে আমরা খুবই চিন্তিত।” ভূপেশ জানিয়েছেন, বিষয়টি নিয়ে এ বার প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন। তাঁর কথায়, “এই কলোনির নামবদল করতে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে আমরা অনুরোধ করছি।”
Residents of "Pakistan Wali Gali" in Greater Noida request PM Modi & CM Yogi Adityanath to change the name of their colony; say, "we are Indians. 4 of our ancestors came here from Pakistan a long time ago. But still, even our Aadhar card has "Pakistan Wali Gali" written on them" pic.twitter.com/hYHWDezydk
— ANI UP (@ANINewsUP) July 30, 2019
এযেন নিজভূমে পরবাসী! চাকরি নেই, সাধারণ সুযোগসুবিধাও মিলছে না। এদেশে থাকলেও তাঁদের যেন আলাদা করে রাখা হয়েছে। পাকিস্তানের নাম যে জড়িয়ে রয়েছে তাঁদের এলাকার সঙ্গে। দেশভাগের সময় পাকিস্তান থেকে সেখানে এসে বসতি গড়েন কয়েক জন। তার পর থেকেই এলাকাটি ওই নামে পরিচিতি পায়। তবে সেখানকার ৬০-৭০ ঘর বাসিন্দাদের অভিযোগ, ওই নামের জন্যই দুর্দশা বেড়েছে তাঁদের। সে কারণেই নিজেদের দেশে থেকেও যাবতীয় বৈষম্যের শিকার হচ্ছেন। এক বাসিন্দার কথায়, “আমরা ভারতীয়। বহু দিন আগে মাত্র চার জন পূর্বপুরুষ পাকিস্তান থেকে এখানে এসেছিলেন। কিন্তু এখনও আমাদের আধার কার্ডে ‘পাকিস্তান ওয়ালি গলি’ লেখা রয়েছে।” তাঁর প্রশ্ন, “এ দেশের নাগরিক হওয়া সত্ত্বেও পাকিস্তানের নামে আমাদের আলাদা করে রাখা হয়েছে কেন?’’