ইসলামাবাদ, ২ সেপ্টেম্বর: India Accepts Pakistan’s Offer For Consular Access to Kulbhushan Jadhav: Govt Sources। কুলভূষণ যাদব-এর সঙ্গে ভারতীয় কুটনীতিবিদদের দেখা করার বিষয়টি নিয়ে খামোকা টালবাহানা বজায় রেখেছিল পাকিস্তান। আন্তর্জাতিক ন্যায় আদালতের নির্দেশের পরেও গত দেড় মাস ধরে কুলভূষণ যাদবের সঙ্গে ভারতীয় কুটনীতিবদদের সাক্ষাৎ করার অনুমতি দিচ্ছিল না ইমরান খান সরকার। শেষ অবধি কুলভূষণ যাদবকে 'কনস্যুলার অ্যাকসেস' দিল পাকিস্তান। পাকিস্তানের এই প্রস্তাবে রাজি হয়েছে ভারত। সরকারী সূত্রে এমনই খবর। আজ, সোমবার ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার কুলভূষণের সঙ্গে দেখা করবেন বলে জানা গিয়েছে।
গতকাল রাতে পাকিস্তানের বিদেশমন্ত্রক টুইটারে জানায়, কুলভূষণ যাদবকে সোমবার ২ সেপ্টেম্বর কনস্যুলার অ্যাকসেস দেওয়া হবে। ‘কনসুলার রিলেশন সংক্রান্ত ভিয়েনা কনভেনশন, আন্তর্জাতিক ন্যায় আদালতের রায় এবং পাকিস্তানের আইন মেনে’-এই কনসুলার অ্যাকসেস দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেছেন মহম্মদ ফয়সাল। ২০১৭-এর এপ্রিলে কুলভূষণ যাদবকে মৃত্যুদণ্ড দেয় পাকিস্তানের সামরিক আদালত। তারপর এই প্রথমবার তাঁকে কূটনৈতিক সহায়তা দেওয়া হবে। আরও পড়ুন-বারাকপুর বনধ: বিজেপি-র 'দাদাগিরি'-তে আক্রান্ত পুলিশ- বন্দুকের বাঁটে মাথ ফাটল বিজেপি কর্মীদের
Govt Sources: India's Charge d'affaires Gaurav Ahluwalia, will be meeting #KulbhushanJadhav. We hope that Pakistan will ensure right atmosphere so that the meeting is free, fair, meaningful and effective in keeping with the letter and spirit of the ICJ's orders. https://t.co/O8fJTjJ8S9
— ANI (@ANI) September 2, 2019
প্রস্তাবিত কনসুলার অ্যাকসেসের শর্তাবলী অস্পষ্ট। সূত্রের মতে পাকিস্তানের সরকারি আধিকারিকদের সঙ্গে ইসলামাবাদে ভারতীয় কূটনীতিকদের একাধিক বিষয়ে আলোচনা হচ্ছে। ২০১৬ সালের মার্চে ৪৯ বছর বয়সী কুলভূষণ যাদবকে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করেছিল পাকিস্তান। যদিও কুলভূষমের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির তেমন কোনও অভিযোগ প্রমাণ করতে পারেনি ইসলামাবাদ।