Operation Mahadev (Photo Credit: X/ANI)

দিল্লি, ৪ অগাস্ট: পহেলগাঁওয়ের (Pahalgam Terror Attack) জঙ্গিরা (Terrorist) প্রত্য়েকে পাকিস্তানের নাগরিক। সম্প্রতি কাশ্মীরের দাচিগ্রামের জঙ্গলে যে ৩ জঙ্গিকে খতম করে সেনা বাহিনী, তারা প্রত্যেকে পাকিস্তানের নাগরিক। নিহত জঙ্গিদের কাছ থেকে যে কাগজপত্র মিলেছে, তা থেকে সামনে  এসেছে যে পহেলগাঁওতে যারা হামলা চালায়, তারা প্রত্যেকে পাকিস্তান (Pakistan) থেকে এ দেশে এসেছে। সংবাদ সংস্থা পিটিআইয়ের তরফে এই খবর প্রকাশ করা হয়েছে।

সম্প্রতি অপারেশন মহাদেব (Operation Mahadev) শুরু করে সেনা বাহিনী। মাউন্ট মহাদেবের জঙ্গলে, গুহায় পহেলগাঁওয়ের জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে খবর মেলে। এরপরই অপারেশন মহাদেব শুরু হয়। আর ওই অভিযানেই লস্কর-ই-তইবার (Let Terrorist) ৩ জঙ্গিকে খতম করা হয়। পহেলগাঁওতে হামলা চালানো হাসিম মুসা, জিবরানদের নিকেশ করে ভারতীয় সেনা। এরপর তাদের কাছ থেকে যে সমস্ত কাগজপত্র, চকোলেটের খোসা মেলে, তা পরীক্ষা করা হয়। ওই পরীক্ষা থেকে প্রমাণিত, পহেলগাঁওয়ের হামলাকারীরা প্রত্যেকে পাকিস্তানের নাগরিক। পাকিস্তানের কাগজপত্র তাদের ঘাঁটি থেকে সেনা বাহিনীর হাতে এসেছে বলে খবর।

যে ৩ জঙ্গিকে খতম করা হয়, তাদের কাছ থেকে ভোটার স্লিপ, জিপিএস লগস, স্যাটেলাইট ফোনের ডেটা-র মত নানা জিনিস উদ্ধার করা হয়। যা থেকে প্রমাণিত, ওই ৩ জনই পাকিস্তানের নাগরিক। ভারতে (India) অনুপ্রবেশ করে, স্থানীয়দের কয়েকজনের সাহায্য নিয়ে, তবেই বৈসরণ ভ্যালিতে হামলা চালায় হাসিম মুসা ওরফে সুলেমান, আবু হামজ়া ওরফে আফগান এনং ইয়াসির আলিয়াস ওরফে জিবরান।

আরও পড়ুন: Indian Army Killed 12 Terrorists: জম্মু কাশ্মীর 'চষে ফেলছে' ভারতীয় সেনা, ১২ জঙ্গিকে নিকেশ করলেন ভারতের বীর জওয়ানরা

রিপোর্টে প্রকাশ, ২০২২ সালের মে মাসে গুরেজ় সেক্টর দিয়ে ভারতে অনুপ্রবেশ করে মুসা, আপগান এবং জিবরান। বৈসরণ ভ্যালি থেকে মাত্র ২ কিলোমিটার দূরে স্থানীয় বাসিন্দা পারভেজ় এবং বসির আহমেদের সাহায্যে ওই লস্কর জঙ্গিরা ঘাঁটি গেড়ে থাকে ভারতে। ওই ২ জনই পাকিস্তানি জঙ্গিদের থাকা এবং খাওয়ার জায়গা করে দেয়। গত কয়েক বছর ধরে টানা পরিকল্পনার পর অবশেষে ২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরণ ভ্যালিতে হামলা চালায় ওই পাকিস্তানি মদতপুষ্ট লস্কর-ই-তইবার জঙ্গিরা। যে হামলার জেরে পরপর ২৬ জন পর্যটকের মৃত্যু হয়। ভয়াবহ ওই হামলার জেরে কেঁপে ওঠে প্রায় গোটা দেশ।