J-K Situation After Attack (Photo Credit: X)

দিল্লি, ২৩ এপ্রিল: দক্ষিণ কাশ্মীরে (South Kashmir) মঙ্গলবার নারকীয় হামলা চালায় জঙ্গিরা (Terrorist Attack)। পর্যটকদের উপর গুলি চালিয়ে নরকে পরিণত করে পহেলগাম উপত্যকা। পহেলগামের (Pahalgam Terrorist Attack) বৈসরণে যে নারকীয় হামলা চালায় জঙ্গিরা, সেই অভিজ্ঞতা যখন প্রকাশ্যে আনলেন মহারাষ্ট্রের (Maharashtra) পুণের (Pune) বাসিন্দা আশাভরী জাগডালে, তা শুনলে ভয়ে শিউরে উঠবেন। ২৬ বছরের আশভরী জাগডালে পুণের ব্যবসায়ী সন্তাষ জাগডালের (৫৪) কন্যা কোনওক্রমে জঙ্গি হামলা থেকে বেঁচে যান। তবে পহেলগামে গিয়ে ওই তরুণী হারিয়ে ফেলেন তাঁর বাবাকে। জঙ্গিরা গুলিতে ঝাঁঝরা করে দেয় সন্তোষ জাগডালেকে।

যে ভয়াবহ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে আশাভরী জাগডালে জানান, জঙ্গিরা যখন তাঁদের কাছে হাজির হয়, সেই সময় তাঁর বাবা সন্তোষকে কলমা পড়তে বলে। সন্তোষ জাগডালে যখন কলমা পড়তে পারেননি, সেই সময় ৩বার তাঁকে গুলি করা হয়। একবার মাথায়, তারপর কানের পিছনে এবং শেষে পিঠে। সন্তোষ জাগডালেকে পরপর ৩বার গুলি করে তাঁর শরীর ঝাঁঝরা করে দেয় লস্কর-ই-তইবা জঙ্গিরা। বাবাকে যখন জঙ্গিরা নির্মমভাবে গুলি করছে, সেই সময় আশাভরী কিছু করতে পারেননি। ঠায় দাঁড়িয়ে তাঁকে সেই হত্যালীলা দেখতে হয় বলে জানান ২৬ বছরের ওই তরুণী।

সন্তোষ জাগডালে তাঁর পরিবার নিয়ে ভারতের 'মিনি সুইৎজারল্যান্ড' পহেলগামে যান সন্তোষ জাগডালে। আর সেখানেই সন্তোষ জাগডালেকে গুলিতে ঝাঁঝরা করে দেয় পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিরা।

আরও পড়ুন: Pahalgam Terrorist Attack Chilling Video: পহেলগামে 'সুখের' সময়, হাত নাড়িয়ে ক্যামেরার সামনে আসতে গিয়ে ঝাঁকে ঝাঁকে গুলি ছুটে এল এক পর্যটকের দিকে, দেখুন জঙ্গি হামলার হাঁড়হিম ভিডিয়ো

আশাভরী জাগডালে আরও জানান, বৈসরণে পর্যটকদের ভিড়ে মিশে ছিল জঙ্গিরা। ফলে বৈসরণ ভ্যালিতে যে তাবুগুলি ছিল, সেখানে লুকিয়ে থেকেই কাশ্মীরে বেড়াতে যাওয়া পর্যটকদের উপর গুলি চালাতে শুরু করে লস্কর জঙ্গিরা।

তাবু থেকে বেরিয়ে এসে জঙ্গিরা তাঁর বাবাকে ডাকতে শুরু করে। এরপর মোদীকে কেন সমর্থন তাঁরা করেন সেই প্রশ্ন তুলে পরপর গুলি চালানো হয়। নাম জিজ্ঞাসা করে, মোদীর নামে শাপ শাপান্ত করে তবেই লস্কর জঙ্গিরা গুলিতে ঝাঁঝরা করে দেয় সন্তোষ জাগডালে নামে পুণের ওই ব্যবসায়ীকে।