দিল্লি, ২৩ এপ্রিল: নীরিহ পর্যটকদের খুন করে ভারতের 'সুইৎজারল্যান্ড' পহেলগামকে (Pahalgam Attack) রক্তাক্ত করে দিল জঙ্গিরা (Terrorist Attack)। পাকিস্তানি (Pakistani Terrorist) মদতে ২২ এপ্রিল দুপুরে পহলেগামে হামলা চালায় লস্কর-ই-তইবার জঙ্গিদের একটি দল। যেখানে সেনার পোশাক পরে ৫-৭ জনের জঙ্গিদের একটি দল হামলা চালায় পহেলগামের বৈসরণে। ধর্ম জিজ্ঞেস করে, পরিচয় পত্র দেখে তবেই গুলি চালানো হয় দক্ষিণ কাশ্মীরের (Jammu And Kashmir) ওই এলাকায়।
মঙ্গলবার দুপুরে পর্যটক ভর্তি বৈসরণে যেভাবে হামলা চালায় জঙ্গিরা, তার একের পর এক ভিডিয়ো (Terrorist Attack Video) সামনে উঠে আসতে শুরু করেছে। যা দেখলে কার্যত হাড়হিম হয়ে যাবে আপনার। বৈসরণে জঙ্গিরা যেভাবে হামলা চালায়, তার একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে।
যে ভিডিয়োতে দেখা যায়, এক পর্যটক ক্যামেরার সামনে থেকে হেঁটে সামনের দিকে আসছিলেন। হাত নাড়িয়ে ক্যামেরার সামনে আসার পর তিনি গুলির শব্দ শুনতে পান। গুলির শব্দে তিনি চমকে গেলে, ভয়ে গুটিয়ে যান তিনি। তবে ক্যামেরা বন্ধ করেননি। ক্যামেরা চালিয়ে রেখেই তিনি বলতে শুরু করেন, তাঁর আশপাশে পরিস্থিতি কীভাবে পালটে যাচ্ছে। কীভাবে হা মলা চালানো হচ্ছে। গুলি ছোঁড়া হচ্ছে বন্দুকের নল থেকে।
দেখুন হামলার সময়ের সেই ভিডিয়ো...
जिस समय आतंकी गोलियां बरसा रहे थे, उस समय का एक वीडियो सामने आया है जिसे एक टूरिस्ट ने रिकॉर्ड किया है.#Pahalgam #PahalgamTerroristAttack pic.twitter.com/3j7dq9e7ma
— Ishani K (@IshaniKrishnaa) April 22, 2025
পুলওয়ামার পর ফের ভয়াভহ হামলা পহেলগামে
২০১৯ সালে পুলওয়ামায় এমনই ভয়াবহ হামলা চালানো হয়। পুলওয়ামা হামলার ৬ বছরের মাথায় এবার দক্ষিণ কাশ্মীরের পহেলগাম। বৈসরণের পাইন বন থেকে ঝাঁকে ঝাঁকে গুলি ছুটে আসতে শুরু করে পর্যটকদের লক্ষ্য করে। যার জেরে এখনও পর্যন্ত ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত অনেক।
প্রত্যক্ষদর্শীদের বয়ান
জঙ্গি হামলার সময় যাঁরা বৈসরণে ছিলেন তাঁরা জানান, বেছে বেছে হত্যা করা হয়েছে। কখনও পর্যটকদের কাছে পরিচয় পত্র দেখতে চাওয়া হয়। কখনও মহিলাদের মাথার সিদূঁর আবার কখনও পর্যটকদের পোশাক খুলিয়ে পরীক্ষা করে গুলি চালায় জঙ্গিরা। সবকিছু মিলিয়ে পহেলগাম হামলায় রক্তাক্ত কাশ্মীর।