নয়া দিল্লি, ১৬ সেপ্টেম্বর: P Chidambaram Turns 74 in Tihar Jail-একটা সময় তিনি ছিলেন দেশের আর্থিক নীতি থেকে শুরু করে নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের প্রধান মাথা। সেই পি চিদাম্বরম (P Chidambaram) এখন বন্দি কুখ্যাত তিহার জেলের ছোট্ট সেলে। সম্বল শুধু একটা কম্বল। আজ ৭৪তম জন্মদিনটা তিহারে অন্ধকার সেলেই কাটছে প্রাক্তন অর্থমন্ত্রী চিদাম্বরমের। একেবারে অন্যরকম একটা জন্মদিন কাটাচ্ছেন INX মামলায় সিবিআইয়ের জালে ধরা পড়া চিদাম্বরম। ১৯ সেপ্টেম্বর পর্যন্ত তিহারেই কাটাতে হবে তাঁকে। তারপর আদালতে জামিনের আবেদন করতে পারবেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী।
এদিকে, জন্মদিনে ছেলে কার্তি বার্থ ডে লেটার পাঠালেন বাবাকে। চিঠিতে একদিকে যেমন থাকল বাবাকে মিস করার প্রসঙ্গ, তার থেকেও বেশি থাকল নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে কটাক্ষ। কার্তি বারবার অভিযোগ করেছেন, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই তাঁর বাবাকে জেলে রাখা হয়েছে।
পি চিদম্বরমকে জন্মদিনের চিঠির শুরুতেই ছেলে কার্তি লিখলেন, '' তুমি আজ ৭৪-এ পড়লে, ৫৬-তে নয়।'' বোঝাই যাচ্ছে কার্তি এখানে নরেন্দ্র মোদি-র ছাতির মাপের প্রসঙ্গ টেনে খোঁচা মেরেছেন। আরও পড়ুন-NRC in Haryana: অসমের পর এবার NRC বিজেপি শাসিত রাজ্য হরিয়ানাতেও! জানালেন মুখ্যমন্ত্রী খট্টর
এরপর কার্তি চিঠিতে লেখেন, তোমার জন্মদিনে আমরা তোমায় খুব মিস করছি। তোমার অনুপস্থিতিতে হৃদয়ে ব্যথা দিচ্ছে। তুমি খুব তাড়াতাড়ি ফিরে এসো সবাই মিলে আমরা কেক কেটে সেলিব্রেশন করব। এর মধ্যে তোমায় জানিয়ে রাখি যদিও তুমি কোনওদিন গ্র্যান্ড সেলিব্রেশনে বিশ্বাস করো না, তবে এখন আমাদের দেশে একেবারে ছোটখাট কারণে সেলিব্রেশন চলছে।'' বাবাকে লেখা বার্থ ডে লেটার-টা টুইটারে পোস্ট করেন কার্তি চিদাম্বরম।
My letter to my father @PChidambaram_IN on his birthday #HBDPChidambaram pic.twitter.com/LCTV2Br4Ha
— Karti P Chidambaram (@KartiPC) September 16, 2019
দেশের আর্থিক মন্দার কথা জানিয়ে নরেন্দ্র মোদি সরকারকে কটাক্ষ করে জেলে বন্দি বাবাকে চিঠিতে লেখেন। দেশের জিডিপি গত ৬ বছরে সবচেয়ে কম ৫ শতাংশে নেমে এসেছে তেমন কথাও চিঠিতে লেখেন কার্তি। চন্দ্রযান-২ থেকে অসমে এনআরসি, সব কিছুই বাবাকে চিঠিতে জানান কার্তি। বাইরের দুনিয়ায় কী ঘটছে তা সবাটা জানার সুযোগ নেই পি চিদাম্বরমের। যদিও জিডিপি-র প্রসঙ্গটা জেলে যাওয়ার আগেই জানতেন প্রাক্তন অর্থমন্ত্রী।