চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর: NRC in Haryana: অসমের (Assam) পর আরও এক বিজেপি শাসিত রাজ্যে এনআরসি (NRC) লাগু হতে চলেছে। হরিয়ানায় জাতীয় নাগরিকপঞ্জী বা এনআরসি চালু হতে চলেছে, এমনই পরিষ্কার ইঙ্গিত দিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর (Manohar Lal Khattar)। রাজ্যে ক মাস পরই বিধানসভা নির্বাচন তার আগে খট্টর বললেন, ''আমরা হরিয়ানায় এনআরসি লাগু করব এবং সেটা কীভাবে লাগু করা যায়, সে ব্যাপারে মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান বিচারপতি এইচ এস ভল্লা সাহায্যও চেয়েছি। তিনি প্রস্তাব দিয়েছেন হরিয়ানার একটি আইন কমিশন থাকা উচিত। আমরা এই বিষয়টি নিয়ে পর্যালোচনা করে দেখব এবং রাজ্যের মানুষ যদি তার দ্বারা উপকৃত হন।''
আইন কমিশন গঠনের প্রসঙ্গে হরিয়ানার রাজ্য মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি এইচ এস ভাল্লার, অবসরপ্রাপ্ত সেনা কর্তা লেফটেন্যান্ট জেনারেল বলজিৎ সিং জওয়াব ও অবসরপ্রাপ্ত নৌসেনা প্রধান অ্যাডমিরাল সুনীল লানবা-র সঙ্গে বৈঠক করেন খাট্টার। তারপরই সাংবাদিকদের সামনে এসে ঘোষণা করেন হরিয়ানাতেও চালু হবে এনআরসি। আরও পড়ুন-'বাংলাদেশীদের জন্য রাজনীতি করছেন মমতা ব্যানার্জি, উনি বরং বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করুন,' কটাক্ষ বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিংয়ের
হরিয়ানায় আইন কমিশন স্থাপনও করার পরিকল্পনার কথাও বলেন খাট্টার।''এনআরসি লাগু করার আগে আইনি সব দিক ভাল করে খতিয়ে দেখে তবে নামতে চাইছেন খাট্টার। অসমে চূড়ান্ত নাগরিক পঞ্জি থেকে ১৯ লক্ষ মানুষের নাম বাদ পড়ার পর রাজ্যে ক্ষোভ ছড়িয়েছে। হরিয়ানায় এনআরসি-র জল কতটা দাঁড়ায় সেটাই দেখার।