বারাবাঁকি, ২৬ এপ্রিল: উত্তরপ্রদেশে (Uttar Pradesh) প্রবল অক্সিজেন সঙ্কটে (Oxygen Crisis) প্রাণ গেল যমজ সদ্যোজাতের (New born Twins)। বারাবাঁকির একটি শিশু হাসপাতালের ঘটনা। এই ২ সদ্যোজাতের প্রবল শ্বাসকষ্ট হলে অক্সিজেনের প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু উত্তরপ্রদেশ জুড়ে করোনার ব্যাপকতার কারণে অক্সিজেন সংকট এতটাই প্রবল যে এই ২ সদ্যোজাতকে বাঁচাতে পাওয়া গেল না শ্বাসবায়ু।
উত্তরপ্রদেশের ২টি হাসপাতাল এই সদ্যোজাত শিশুদের প্রাণ বাঁচানোর জন্য জরুরি ভিত্তিতে অক্সিজেন চেয়ে আবেদন জারি করেও কোনও সাহায্যই পাওয়া যায়নি। রবিবারই পৃথিবীর এল দেখে এই ২ শিশু। জন্মের কিছুক্ষণ পরেই প্রয়াত হয় ২ জন। বারাবাঁকির এই শিশু হাসপাতালটি সদ্যোজাতের মৃত্যুর বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি। আরও পড়ুন, করোনা বিধি মেনেও কোভিডে আক্রান্ত অভিনেত্রী পূজা হেগড়ে
সদ্যোজাত শিশুর পরিবারের অভিযোগ অক্সিজেনের জন্য একাধিক হাসপাতালে ঘুরে বেড়ান তাঁরা। কোথাও ভর্তি নেওয়া হয়নি। ওসিজেন পাওয়া যায়নি। উত্তরপ্রদেশ প্রশাসন অক্সিজেন সরবরাহ নিয়ে প্রবল চাপে রয়েছে। সরবরাহ যাতে স্বাভাবিক করা যায় সে বিষয়ে লক্ষ্য রাখা হচ্ছে বলে দাবি প্রশাসনের।